উত্তরা এক্সপ্রেস
উত্তরা এক্সপ্রেস[1] বাংলাদেশ রেলওয়ের একটি মেইল ট্রেন পরিষেবা। উত্তরা এক্সপ্রেস পার্বতীপুর থেকে রাজশাহী[2] যাওয়ার পথে জয়পুরহাট জেলা, বগুড়া জেলা, নওগাঁ জেলা ও নাটোর জেলাকে সংযুক্ত করে।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | মেইল ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | পার্বতীপুর রেলওয়ে স্টেশন |
শেষ | রাজশাহী রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ? |
যাত্রার গড় সময় | ৭ ঘণ্টা |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৩১/৩২ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
যাত্রাপথ
উত্তরা এক্সপ্রেস পার্বতীপুর থেকে রাজশাহী ও রাজশাহী থেকে পার্বতীপুর রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
উত্তরা এক্সপ্রেস যেসকল স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে সেসব স্টেশনের নাম উল্লেখ করা হলো:
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- ভবানীপুর রেলওয়ে স্টেশন
- ফুলবাড়ী রেলওয়ে স্টেশন
- বিরামপুর রেলওয়ে স্টেশন
- ডাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশন
- হিলি রেলওয়ে স্টেশন
- বাগজানা রেলওয়ে স্টেশন
- পাঁচবিবি রেলওয়ে স্টেশন
- জয়পুরহাট রেলওয়ে স্টেশন
- জামালগঞ্জ রেলওয়ে স্টেশন
- আক্কেলপুর রেলওয়ে স্টেশন
- জাফরপুর রেলওয়ে স্টেশন
- তিলকপুর রেলওয়ে স্টেশন
- ছাতিয়ান গ্রাম রেলওয়ে স্টেশন
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- হেলালিয়ার হাট রেলওয়ে স্টেশন
- রাণীনগর রেলওয়ে স্টেশন
- সাহাগোলা রেলওয়ে স্টেশন
- আত্রাই রেলওয়ে স্টেশন
- আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন
- বীরকুটশা রেলওয়ে স্টেশন
- মাধনগর রেলওয়ে স্টেশন
- নলডাঙ্গার হাট রেলওয়ে স্টেশন
- বাসুদেবপুর রেলওয়ে স্টেশন
- নাটোর রেলওয়ে স্টেশন
- ইয়াছিনপুর রেলওয়ে স্টেশন
- মালঞ্চি রেলওয়ে স্টেশন
- আব্দুলপুর রেলওয়ে স্টেশন
- লোকমানপুর রেলওয়ে স্টেশন
- আড়ানী রেলওয়ে স্টেশন
- নন্দনগাছি রেলওয়ে স্টেশন
- সরদহ রেলওয়ে স্টেশন
- বেলপুকুর রেলওয়ে স্টেশন
- হরিয়ান রেলওয়ে স্টেশন
- রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন।
যাত্রী
উত্তরা এক্সপ্রেসে লোকাল যাত্রীতে সবসময় অতিরিক্ত যাত্রীচাপ থাকে।
সময়সূচি
উত্তরা এক্সপ্রেস পার্বতীপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে ভোর ৩ টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছায় সকাল ১০ টা ২০ মিনিটে। রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছাড়ে দুপুর ০১ টা ১৫ মিনিটে পার্বতীপুর পৌঁছায় রাত ৮ টা ১৫ মিনিটে।
সম্পর্কিত নিবন্ধ
তথ্যসূত্র
- "একই লাইনে উত্তরা-কপোতাক্ষ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৫।
- "পাঁচবিবিতে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.