উত্তরবঙ্গ মেইল

উত্তরবঙ্গ মেইল বাংলাদেশের উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় একটি মেইল ট্রেন। ২০২০ সাল থেকে এই ট্রেন চলাচল বন্ধ আছে।[1]

উত্তরবঙ্গ মেইল
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুসান্তাহার রেলওয়ে স্টেশন
বিরতি৫৩
শেষপঞ্চগড় রেলওয়ে স্টেশন
পরিষেবার হারদৈনিক
রেল নং০৭/০৮
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধানাই
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভার
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার ( ফুট   ইঞ্চি) মিটারগেজ
পরিচালন গতি৮০

যাত্রী

উত্তরবঙ্গ মেইল যাত্রাপথে থাকা সব স্টেশনে বিরতি দেওয়ার কারণে প্রচুর যাত্রীচাপ থাকে। এ যাত্রীরা মুলত সংক্ষিপ্ত পথ বা কাছাকাছি স্টেশনে যায় ।

স্টেশন তালিকা

উত্তরবঙ্গ মেইল দুই রেকে চলাচল করে। একটি রেক সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ৭ আপ হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে। অপর রেক পঞ্চগড় থেকে ছেড়ে যায় ৮ ডাউন হয়ে সান্তাহারের উদ্দেশ্যে । এই মেইল ট্রেনটি যাত্রাপথে থাকা ৫৪ টি স্টেশনের সবগুলোতেই যাত্রাবিরতি দেয় । সবগুলো স্টেশনের তালিকা নিম্নে দেওয়া হলো :

দুর্ঘটনা

  • ০৩/১০/২০১৯: বিকেল সাড়ে ৪টার দিকে রংপুরের কাউনিয়ায় রেলওয়ে জংশনে উত্তরবঙ্গ মেইল ইঞ্জিন পরিবর্তনের সময় বগিতে গিয়ে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয় ও আহত হন অন্তত ৪০ জন।[2][3]

তথ্যসূত্র

  1. "পরিত্যক্ত স্টেশন, ঘাসে বসে ট্রেনের অপেক্ষা"https://www.risingbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৯ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "দুর্ঘটনায় উত্তরবঙ্গ মেইল, নিহত ১"সমকাল। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭
  3. "রংপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.