উত্তরখান ইউনিয়ন
উত্তরখান ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন।[1] যা ঢাকা সিটি করপোরেশনের সাথে একীভূত করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা-২০১৩-এর বিধি ৫(২) বিধান অনুসারে ডিসিসির অন্তর্ভুক্ত করা হয়।[2]
উত্তরখান | |
---|---|
সাবেক ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() উত্তরখান ![]() ![]() উত্তরখান | |
স্থানাঙ্ক: ২৩°৫২′৫৭″ উত্তর ৯০°২৬′২৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | তেজগাঁও উন্নয়ন সার্কেল ![]() |
জনসংখ্যা | |
• মোট | ১৪,২০,০০০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন ও জনসংখ্যা
আয়তনঃ ৩৫ বর্গ কিলোমিটার (প্রায়) লোক সংখ্যা ১,৪২,০০০০ জন পুরুষঃ ৭৮,২০০ জন মহিলাঃ ৬৩,৮০০ জন
তথ্যসূত্র
- "উত্তরখান ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২১।
- "ঢাকা সিটিতে একীভূত হচ্ছে আশপাশের ১৬ ইউনিয়ন | বাংলাদেশ প্রতিদিন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.