উজিরপুর পৌরসভা
উজিরপুর পৌরসভা বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুর উপজেলার স্থানীয় সরকার সংস্থা। ২০১৩ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। [1] এটি একটি গ শ্রেনীর পৌরসভা [2]
উজিরপুর পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ |
নেতৃত্ব | |
মেয়র | মো. গিয়াস উদ্দিন বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন | |
এফপিটিপি | |
সভাস্থল | |
উজিরপুর পৌরসভা কার্যালয় |
ইতিহাস
২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি ৬.২৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে উজিরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। [3] ঐ বছর ৮ জানুয়ারি উজিরপুর উপজেলায় পৌরসভা স্থাপনের ঘোষণা দেয়া হয়। [4] ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় উজিরপুর উপজেলার শিকারপুর ও উজিরপুর সদর ইউনিয়নের ৮টি এবং গুঠিয়া ইউনিয়নের দুটি গ্রাম নিয়ে উজিরপুর পৌরসভা গঠন করে গেজেট প্রকাশ করে। ২২ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১৩ সদস্যের পৌর সহায়তা (কাউন্সিলর) পরিষদ গঠন করা হয়। গেজেট প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশাসনিক অবকাঠামো
৯ টি ওয়ার্ড নিয়ে উজিরপুর পৌরসভা গঠিত। [5] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। [6] এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম উজিরপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২০নং নির্বাচনী এলাকা বরিশাল-২ এর অংশ।
জনসংখ্যা
২০১১ সালে আদমশুমারী অনুযায়ী উজিরপুর পৌরসভায় ৫১,৫৯৭ জন মানুষ বাস করে। [7] পৌর এলাকার মোট জনসংখ্যা ১৪,৫৪৯ জন। ভোটার সংখ্যা ৯,৬২৬ জন। [8]
চেয়ারম্যান ও মেয়রগণের তালিকা
- মো. সোহরাব হোসেন, ইউএনও (ভারপ্রাপ্ত মেয়র), কার্যকাল (২৬/০২/২০১৩-বর্তমান)
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
- সন্ধ্যা নদী
- মেজর এম.এ জলিল সেতু
- ঐতিহ্যবাহী তারাবাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির
তথ্যসূত্র
- "উজিরপুর পৌরসভা - এক নজরে পৌরসভা"। PauraInfo.gov.bd। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫। horizontal tab character in
|শিরোনাম=
at position 15 (সাহায্য) - "পৌরসভার তালিকা" (পিডিএফ)। স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫।
- "দলীয় প্রতীকে পৌর নির্বাচন নিয়ে বরিশালে নানা আলোচনা"। দৈনিক মানব কন্ঠ। ৬ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
- "উজিরপুর পৌরসভা ঘোষণায় এমপি মনির নেতৃত্বে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলে"। ৮ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
- "এক নজরে জিরপুর পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫।
- "বরিশালের পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আ'লীগ প্রার্থীদের ঢাকায় লবিং - See more at: http://www.voiceofbarisal.com/33641.aspx#sthash.651b6Wh1.dpuf"। ভয়েস অব বরিশাল। ২১ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "তারাকান্দা উপজেলা পীরগঞ্জ ও উজিরপুর পৌরসভা"। দৈনিক নয়াদিগণ্ত। ৮ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
- "উজিরপুর পৌরসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু"। দৈনিক সমকাল। ২৯ মে ২০১৪। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫।