উগান্ডা জাতীয় নারী ক্রিকেট দল
উগান্ডা জাতীয় নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে উগান্ডার প্রতিনিধিত্বকারী একটি দল।
সংঘ | উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||||||||
অধিনায়ক | কনসি আওয়েকো | |||||||||
কোচ | লরেন্স সেমাতিম্বা | |||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||||||||
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য (১৯৯৮) | |||||||||
আইসিসি অঞ্চল | আফ্রিকা | |||||||||
| ||||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||||||||
প্রথম টি২০আই | বনাম স্কটল্যান্ড (আমস্টেলভেন, ৭ জুলাই ২০১৮) | |||||||||
সর্বশেষ টি২০আই | বনাম তানজানিয়া (কাম্পালা, ২১ এপ্রিল ২০২৩) | |||||||||
| ||||||||||
টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি | ১ (২০১৮ সালে সর্বপ্রথম) | |||||||||
সেরা ফলাফল | ৬ষ্ঠ স্থান (২০১৮) | |||||||||
২৪ এপ্রিল ২০২৩ অনুযায়ী |
ইতিহাস
২০০৬ সালের জানুয়ারি মাসে উগান্ডার জাতীয় দল কেনিয়া ও কেনিয়া এ দলের সঙ্গে একটি তিন দলের সিরিজে অংশ নেয়। ২০০৬ সালের ডিসেম্বর মাসে দলটি ২০০৯ নারী বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে অংশ নেয়, যে টুর্নামেন্টে কেনিয়া, জিম্বাবুয়ে ও তানজানিয়াও অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্টে উগান্ডা তৃতীয় স্থান অর্জন করে।
২০১৮ সালের জুলাই মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ২০১৮ আইসিসি নারী বিশ্ব টোয়েন্টি২০ বাছাইপর্ব টুর্নামেন্টে স্কটল্যান্ডের বিপক্ষে উগান্ডা নিজেদের প্রথম আনুষ্ঠানিক টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।
ব |
||
কেভিন আউইনো ১৩ (২১) র্যাচেল শোলস ৩/৩ (৩ ওভার) |
- স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইমাকুলেট নাকিসুইয়ি, কনসি আওয়েকো, কেভিন আউইনো, ক্যারল নামুগেন্য়ি, গার্ট্রুড কান্দিরু, জ্যানেট ম্বাবাজি, ফ্র্যাংকলিন নাজ্জুম্বা, রিতা মুসামালি, র্যাচেল ন্তোনো, সাইদাতি কেমিগিশা (উগান্ডা), অ্যাবি এইটকেন, আবতাহা মাকসুদ, কেটি ম্যাকগিল, ক্যাথরিন ব্রাইস, প্রিয়ানাজ চ্যাটার্জি, বেকি গ্লেন, র্যাচেল শোলস, লরা গ্র্যান্ট, লর্না জ্যাক, সারা ব্রাইস ও হানা রেইনি (স্কটল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
২০১৯ সালের জুন মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত কুইবুকা টি২০ টুর্নামেন্টে মালির বিরুদ্ধে উগান্ডা ২০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে। এটি ছিল টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে কোনও দলের সর্বোচ্চ সংগ্রহ।[4]
আন্তর্জাতিক প্রতিযোগিতা
২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে উগান্ডা অংশ নেয়।[5] টুর্নামেন্টে উগান্ডা চতুর্থ স্থান অধিকার করে।
টুর্নামেন্টের ইতিহাস
আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব
- ২০১৮: ৬ষ্ঠ (উত্তীর্ণ হতে অসমর্থ)
খেলোয়াড়
২০২৩ ভিক্টোরিয়া সিরিজে উগান্ডার দলটি ছিল নিম্নরূপ:[6]
পরিসংখ্যান
আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — উগান্ডা[7]
২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
খেলার রেকর্ড | ||||||
ফরম্যাট | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ |
---|---|---|---|---|---|---|
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ৫৪ | ৩১ | ২৩ | ০ | ০ | ৭ জুলাই ২০১৮ |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
- সর্বোচ্চ দলীয় স্কোর: ৩১৪/২ বনাম মালি (কিগালি, ২০ জুন ২০১৯)[8]
- সর্বোচ্চ একক স্কোর: ১১৬, প্রসকোভিয়া আলাকো বনাম মালি (কিগালি, ২০ জুন ২০১৯)[9]
- ইনিংসে সেরা বোলিং বিশ্লেষণ: ৬/১১, ফিওনা কুলুমে বনাম নামিবিয়া (ভিন্টহুক, ২৩ এপ্রিল ২০২২)[10]
উগান্ডার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ রান[11]
|
উগান্ডার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট[12]
|
অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[7]
টি২০আই #১৪০৯ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
প্রতিপক্ষ | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ | প্রথম জয় |
---|---|---|---|---|---|---|---|
পূর্ণ সদস্যের বিরুদ্ধে | |||||||
আয়ারল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ০ | ১০ জুলাই ২০১৮ | |
জিম্বাবুয়ে | ৭ | ০ | ৭ | ০ | ০ | ৭ এপ্রিল ২০১৯ | |
সহযোগী সদস্যের বিরুদ্ধে | |||||||
কাতার | ২ | ২ | ০ | ০ | ০ | ১৪ ডিসেম্বর ২০২২ | ১৪ ডিসেম্বর ২০২২ |
কেনিয়া | ৭ | ৬ | ১ | ০ | ০ | ৬ এপ্রিল ২০১৯ | ৬ এপ্রিল ২০১৯ |
ক্যামেরুন | ১ | ১ | ০ | ০ | ০ | ১২ সেপ্টেম্বর ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২১ |
জার্মানি | ১ | ১ | ০ | ০ | ০ | ১৫ জুন ২০২২ | ১৫ জুন ২০২২ |
তানজানিয়া | ৭ | ২ | ৫ | ০ | ০ | ১৮ জুন ২০১৯ | ১৫ ডিসেম্বর ২০২২ |
থাইল্যান্ড | ২ | ১ | ১ | ০ | ০ | ৮ জুলাই ২০১৮ | ৮ জুলাই ২০১৮ |
নাইজেরিয়া | ২ | ২ | ০ | ০ | ০ | ১১ সেপ্টেম্বর ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২১ |
নামিবিয়া | ৫ | ০ | ৫ | ০ | ০ | ৬ মে ২০১৯ | |
নেদারল্যান্ডস | ১ | ১ | ০ | ০ | ০ | ১২ জুলাই ২০১৮ | ১২ জুলাই ২০১৮ |
নেপাল | ৫ | ৩ | ২ | ০ | ০ | ১৬ মে ২০২২ | ১৬ মে ২০২২ |
বতসোয়ানা | ১ | ১ | ০ | ০ | ০ | ১৬ জুন ২০২২ | ১৬ জুন ২০২২ |
ব্রাজিল | ১ | ১ | ০ | ০ | ০ | ১৪ জুন ২০২২ | ১৪ জুন ২০২২ |
মালি | ২ | ২ | ০ | ০ | ০ | ২০ জুন ২০১৯ | ২০ জুন ২০১৯ |
রুয়ান্ডা | ৫ | ৫ | ০ | ০ | ০ | ১৯ জুন ২০১৯ | ১৯ জুন ২০১৯ |
সংযুক্ত আরব আমিরাত | ১ | ১ | ০ | ০ | ০ | ২০ এপ্রিল ২০২৩ | ২০ এপ্রিল ২০২৩ |
সিয়েরা লিওন | ২ | ২ | ০ | ০ | ০ | ৫ মে ২০১৯ | ৫ মে ২০১৯ |
স্কটল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ০ | ৭ জুলাই ২০১৮ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "Women's Team Rankings"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
- "Records / Women's Twenty20 Internationals / Team records / Results summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- "Records / 2023 / Women's Twenty20 Internationals / Result summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- "Rewind: When Uganda mercilessly thrashed Mali in a T20I"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- "ICC T20 World Cup 2023 qualifiers set to begin in August 2021"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- "Meet the 14 Players Set To Represent Uganda At Victoria Series"। দ্য স্পোর্টস নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৩।
- "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Result summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
- "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Highest totals"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
- "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / High scores"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
- "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Best bowling figures in an innings"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
- "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Most runs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
- "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Most wickets"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।