উগান্ডা জাতীয় নারী ক্রিকেট দল

উগান্ডা জাতীয় নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে উগান্ডার প্রতিনিধিত্বকারী একটি দল।

উগান্ডা
উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোগো
সংঘউগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন
কর্মীবৃন্দ
অধিনায়ককনসি আওয়েকো
কোচলরেন্স সেমাতিম্বা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য (১৯৯৮)
আইসিসি অঞ্চলআফ্রিকা
আইসিসি র‍্যাংকিং বর্তমান[1] সেরা
টি২০আই ২১শ ১৪শ (৬ জানুয়ারি ২০১৯)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইবনাম  স্কটল্যান্ড (আমস্টেলভেন, ৭ জুলাই ২০১৮)
সর্বশেষ টি২০আইবনাম  তানজানিয়া (কাম্পালা, ২১ এপ্রিল ২০২৩)
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[2] ৫৪ ৩১/২৩ (০ টাই, ০ ফলাফল হয়নি)
বর্তমান বছর[3] ৩/০ (০ টাই, ০ ফলাফল হয়নি)
টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি১ (২০১৮ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফল৬ষ্ঠ স্থান (২০১৮)
২৪ এপ্রিল ২০২৩ অনুযায়ী

ইতিহাস

২০০৬ সালের জানুয়ারি মাসে উগান্ডার জাতীয় দল কেনিয়াকেনিয়া এ দলের সঙ্গে একটি তিন দলের সিরিজে অংশ নেয়। ২০০৬ সালের ডিসেম্বর মাসে দলটি ২০০৯ নারী বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে অংশ নেয়, যে টুর্নামেন্টে কেনিয়া, জিম্বাবুয়েতানজানিয়াও অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্টে উগান্ডা তৃতীয় স্থান অর্জন করে।

২০১৮ সালের জুলাই মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ২০১৮ আইসিসি নারী বিশ্ব টোয়েন্টি২০ বাছাইপর্ব টুর্নামেন্টে স্কটল্যান্ডের বিপক্ষে উগান্ডা নিজেদের প্রথম আনুষ্ঠানিক টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।

৭ জুলাই ২০১৮
১২:০০
স্কোরকার্ড
উগান্ডা 
৪৩ (১৫.৩ ওভার)
 স্কটল্যান্ড
৪৭/১ (৬.৫ ওভার)
কেভিন আউইনো ১৩ (২১)
র‍্যাচেল শোলস ৩/৩ (৩ ওভার)
সারা ব্রাইস ৩৬* (২৩)
জয়েস আপিও ১/৭ (১ ওভার)
স্কটল্যান্ড ৯ উইকেটে জয়ী
ভেএরআ ক্রিকেট মাঠ, আমস্টেলভেন
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: র‍্যাচেল শোলস (স্কটল্যান্ড)

২০১৯ সালের জুন মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত কুইবুকা টি২০ টুর্নামেন্টে মালির বিরুদ্ধে উগান্ডা ২০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে। এটি ছিল টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে কোনও দলের সর্বোচ্চ সংগ্রহ।[4]

আন্তর্জাতিক প্রতিযোগিতা

২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে উগান্ডা অংশ নেয়।[5] টুর্নামেন্টে উগান্ডা চতুর্থ স্থান অধিকার করে।

টুর্নামেন্টের ইতিহাস

আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব

  • ২০১৮: ৬ষ্ঠ (উত্তীর্ণ হতে অসমর্থ)

‌আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব

  • ২০১৭: বিজয়ী (উত্তীর্ণ)
  • ২০১৯: ৪র্থ (উত্তীর্ণ হতে অসমর্থ)
  • ২০২১: ৪র্থ (উত্তীর্ণ হতে অসমর্থ)

খেলোয়াড়

২০২৩ ভিক্টোরিয়া সিরিজে উগান্ডার দলটি ছিল নিম্নরূপ:[6]

  • কনসি আওয়েকো (অধি.)
  • জ্যানেট ম্বাবাজি (সহ-অধি.)
  • আইরিন আলুমো
  • ইমাকুলেট নাকিসুইয়ি
  • এভেলিন আন্‌য়িপো
  • এস্থার ইলোকু (উই.)
  • কেভিন আউইনো (উই.)
  • গ্লোরিয়া ওবুকোর
  • প্যাট্রিসিয়া মালেমিকিয়া
  • প্রসকোভিয়া আলাকো
  • ফিওনা কুলুমে
  • রিতা মুসামালি
  • সারাহ আকিতেং
  • স্টেফানি নাম্পিনা

পরিসংখ্যান

আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — উগান্ডা[7]
২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

খেলার রেকর্ড
ফরম্যাটম্যাচজয়পরাজয়টাইফলাফল হয়নিপ্রথম ম্যাচ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক৫৪৩১২৩৭ জুলাই ২০১৮

টোয়েন্টি২০ আন্তর্জাতিক

  • সর্বোচ্চ দলীয় স্কোর: ৩১৪/২ বনাম মালি (কিগালি, ২০ জুন ২০১৯)[8]
  • সর্বোচ্চ একক স্কোর: ১১৬, প্রসকোভিয়া আলাকো বনাম মালি (কিগালি, ২০ জুন ২০১৯)[9]
  • ইনিংসে সেরা বোলিং বিশ্লেষণ: ৬/১১, ফিওনা কুলুমে বনাম নামিবিয়া (ভিন্টহুক, ২৩ এপ্রিল ২০২২)[10]

অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[7]
টি২০আই #১৪০৯ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

প্রতিপক্ষম্যাচজয়পরাজয়টাইফলাফল হয়নিপ্রথম ম্যাচপ্রথম জয়
পূর্ণ সদস্যের বিরুদ্ধে
 আয়ারল্যান্ড ১০ জুলাই ২০১৮
 জিম্বাবুয়ে ৭ এপ্রিল ২০১৯
সহযোগী সদস্যের বিরুদ্ধে
 কাতার ১৪ ডিসেম্বর ২০২২১৪ ডিসেম্বর ২০২২
 কেনিয়া ৬ এপ্রিল ২০১৯৬ এপ্রিল ২০১৯
 ক্যামেরুন ১২ সেপ্টেম্বর ২০২১১২ সেপ্টেম্বর ২০২১
 জার্মানি ১৫ জুন ২০২২১৫ জুন ২০২২
 তানজানিয়া ১৮ জুন ২০১৯১৫ ডিসেম্বর ২০২২
 থাইল্যান্ড ৮ জুলাই ২০১৮৮ জুলাই ২০১৮
 নাইজেরিয়া ১১ সেপ্টেম্বর ২০২১১১ সেপ্টেম্বর ২০২১
 নামিবিয়া ৬ মে ২০১৯
 নেদারল্যান্ডস ১২ জুলাই ২০১৮১২ জুলাই ২০১৮
   নেপাল ১৬ মে ২০২২১৬ মে ২০২২
 বতসোয়ানা ১৬ জুন ২০২২১৬ জুন ২০২২
 ব্রাজিল ১৪ জুন ২০২২১৪ জুন ২০২২
 মালি ২০ জুন ২০১৯২০ জুন ২০১৯
 রুয়ান্ডা ১৯ জুন ২০১৯১৯ জুন ২০১৯
 সংযুক্ত আরব আমিরাত ২০ এপ্রিল ২০২৩২০ এপ্রিল ২০২৩
 সিয়েরা লিওন ৫ মে ২০১৯৫ মে ২০১৯
 স্কটল্যান্ড ৭ জুলাই ২০১৮

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Women's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
  2. "Records / Women's Twenty20 Internationals / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  3. "Records / 2023 / Women's Twenty20 Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  4. "Rewind: When Uganda mercilessly thrashed Mali in a T20I"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  5. "ICC T20 World Cup 2023 qualifiers set to begin in August 2021"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০
  6. "Meet the 14 Players Set To Represent Uganda At Victoria Series"দ্য স্পোর্টস নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৩
  7. "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩
  8. "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Highest totals"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩
  9. "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / High scores"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩
  10. "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Best bowling figures in an innings"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩
  11. "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Most runs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩
  12. "Records / Uganda Women / Women's Twenty20 Internationals / Most wickets"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.