উইলোমুর পার্ক
উইলোমুর পার্ক হল দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অবস্থিত একটি ক্রীড়া স্টেডিয়াম যা মূলত ক্রিকেট ম্যাচ আয়োজন করে। ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার সময় এই স্টেডিয়াম ২টি ম্যাচ আয়োজন করেছিল।[1][2] ২০,০০০ ধারণক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়ামটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ও পূর্বে এর পৃষ্ঠপোষক ছিল পোর্ট এলিজাবেথ শহরের সেন্ট জর্জেস পার্ক। পরে সাহারা কোম্পানি এর পৃষ্ঠপোষক হিসেবে অবতীর্ণ হয়।
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | বেনোনি, দক্ষিণ আফ্রিকা |
দেশ | দক্ষিণ আফ্রিকা |
প্রতিষ্ঠা | ১৯২৪ |
ধারণক্ষমতা | ২০,০০০ |
ভাড়াটে | দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল |
প্রান্তসমূহ | |
চ্যালেট এন্ড একুরহুলেনি এন্ড | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ ওডিআই | ৯ ফেব্রুয়ারি ১৯৯৭: ভারত ![]() ![]() |
সর্বশেষ পুরুষ ওডিআই | ২৭ সেপ্টেম্বর ২০১৬: অস্ট্রেলিয়া ![]() ![]() |
প্রথম পুরুষ টি২০আই | ১৪ অক্টোবর ২০১৮: দক্ষিণ আফ্রিকা ![]() ![]() |
সর্বশেষ পুরুষ টি২০আই | ২০ সেপ্টেম্বর ২০২২: ঘানা ![]() ![]() |
প্রথম নারী ওডিআই | ২৮ মার্চ ২০০৫: শ্রীলঙ্কা ![]() ![]() |
সর্বশেষ নারী ওডিআই | ১২ মে ২০১৯: দক্ষিণ আফ্রিকা ![]() ![]() |
প্রথম নারী টি২০আই | ২২ মে ২০১৯: দক্ষিণ আফ্রিকা ![]() ![]() |
সর্বশেষ নারী টি২০আই | ২৩ মে ২০১৯: দক্ষিণ আফ্রিকা ![]() ![]() |
২০ সেপ্টেম্বর ২০২২ অনুযায়ী উৎস: ইএসপিএন |
তথ্যসূত্র
- Willowmoore Park Cricinfo
- Willowmoore Park CricketArchive
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.