উইলিয়াম শার্প
উইলিয়াম ফোরসিথ শার্প একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৯০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
উইলিয়াম ফোরসিথ শার্প | |
---|---|
জন্ম | বোস্টন, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র | জুন ১৬, ১৯৩৪
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস |
পরিচিতির কারণ | Capital asset pricing model Sharpe ratio |
পুরস্কার | অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৯০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | অর্থনীতি |
প্রতিষ্ঠানসমূহ | William F. Sharpe Associates স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন 1961–68 RAND Corporation |
ডক্টরাল উপদেষ্টা | Armen Alchian Harry Markowitz (unofficial) |
ডক্টরাল শিক্ষার্থী | Howard Sosin |
জীবনী
শার্প ১৯৩৪ সালের ১৬ জুন ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস থেকে অর্থনীতিতে ৯৫৫ সালে ব্যাচেলর অব আর্টস, ১৯৫৬ সালে মাস্টার অব আর্টস এবং ১৯৬১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এ সহকারী অধ্যাপক পদে নিযুক্ত হন। ১৯৬৩ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৬৭ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিন এ অধ্যাপক হিসেবে কাজ করেন। ১৯৭০ সাল থেকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক হিসেবে কাজ করছেন।[1]
বহিঃসংযোগ
- Personal web site of Dr. Sharpe
- IDEAS/RePEc
- William F. Sharpe (1934– )। The Concise Encyclopedia of Economics। Library of Economics and Liberty (2nd সংস্করণ)। Liberty Fund। ২০০৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.