উইলার্ড ফ্র্যাংক লিবি

উইলার্ড ফ্র্যাংক লিবি একজন মার্কিন ভৌত রসায়নবিদ। তিনি ১৯৬০ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

উইলার্ড ফ্র্যাংক লিবি
জন্ম(১৯০৮-১২-১৭)১৭ ডিসেম্বর ১৯০৮
গ্র্যান্ড ভ্যালি, কলোরাডো
মৃত্যু৮ সেপ্টেম্বর ১৯৮০(1980-09-08) (বয়স ৭১)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণতেজস্ক্রিয় কার্বনভিত্তিক কালনিরূপণ
পুরস্কারএলিয়ট ক্রেসন পদক (১৯৫৭)
রসায়নে নোবেল পুরস্কার ১৯৬০
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতেজস্ক্রিয়া
প্রতিষ্ঠানসমূহকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
শিকাগো বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস
ডক্টরাল শিক্ষার্থীশেরউড রোল্যান্ড

জীবনী

লিবি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি থেকে রসায়নে ১৯৩১ সালে বিজ্ঞানে স্নাতক এবং ১৯৩৩ সালে ডক্টরেট উপাধি লাভ করেন। পরে সেখানেই তিনি প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। ১৯৪৫ সালে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯৫৯ সালে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। [1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.