উইলফ্রেড ওয়েন

উইলফ্রেড এডয়ার্ড স্যাল্টার ওয়েন ওয়েলশ জাতিচুক্ত ব্রিটিশ কবি। তিনি যুদ্ধের বিরোধিতার জন্য বিখ্যাত। তিনি প্রথম প্রথম বিশ্বযুদ্ধকালীন কবি। তিনি সমকামী ছিলেন বলে মনে করা হয়।

'উইলফ্রেড ওয়েনের তার ১৯২০ কবিতার' একটি প্লেট, তাকে চিত্রিত করে
'উইলফ্রেড ওয়েনের তার ১৯২০ কবিতার' একটি প্লেট, তাকে চিত্রিত করে
জন্ম(১৮৯৩-০৩-১৮)১৮ মার্চ ১৮৯৩
Oswestry, Shropshire, UK
মৃত্যু৪ নভেম্বর ১৯১৮(1918-11-04) (বয়স ২৫)
Sambre-Oise Canal, ফ্রান্স
জাতীয়তাব্রিটিশ
সময়কালপ্রথম বিশ্বযুদ্ধ
ধরনWar poem

জীবনী

উইলফ্রেড ওয়েনের জন্ম ১৮ই মার্চ ১৮৯৩ তারিখে ইংল্যান্ডের শ্রপ্সায়ারে। [1] তিনি ১৯১১ সালের মে মাসে স্কুলজীবন শেষ করেন। ২১শে অক্টোবর ১৯১৫ তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ৪ জুন ১৯১৬ তিনি দ্বিতীয় লেফট্যান্যান্ট হন। তিনি ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক সপ্তাহ আগে স্যাম্ব্র এর যুদ্ধে ফ্রান্সে মারা যান। [2]

সাহিত্যকর্ম

উইলফ্রেড ওয়েন প্রথম বিশ্বযুদ্ধকালীন কবি। তিনি খন্দক ও বিষবাষ্প যুদ্ধপদ্ধতির ভয়াবহতার বর্ণণা দিয়েছেন। তিনি সিগফ্রেড স্যাসুন কর্তৃক প্রভাবিত হয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল "Dulce et Decorum Est", "Insensibility", "Anthem for Doomed Youth", "Futility" এবং "Strange Meeting"

তথ্যসূত্র

  1. Foundation, Poetry (২০২২-০১-০৮)। "Wilfred Owen"Poetry Foundation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯
  2. "Wilfred Owen | British poet | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.