উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০ হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি উল্লেখযোগ্য সংস্করণ। এটি উন্মোচিত হয় ২০১৪ সালের ১৪-ই সেপ্টেম্বর এবং ২০১৫ সালের ২৯ জুলাই এটি মুক্তি পায়। মুক্তির পর এক বিবৃতিতে বলা হয়, এর পর মাইক্রোসফট আর নতুন কোনো অপারেটিং সিস্টেম উন্মোচন করবে না । উইন্ডোজ ১০ এর জন্য নতুন আপগ্রেড প্রদান করে তা আরোও উন্নত করবে।[2] তবে, ২০২১ সালের ২৪শে জুন মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার পানোস প্যানের উপস্থাপনায় একটা ভার্চুয়াল ইভেন্টে উইন্ডোজের পরবর্তী সংস্করণ উইন্ডোজ ১১ এর ঘোষণা দেওয়া হয়।

উইন্ডোজ ১০
উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ
উইন্ডোজ ১০ এর নতুন ভার্সন ১৯০৩ (নভেম্বর ২০১৯) এর স্টার্ট মেনু ও একশন সেন্টার দেখানো হয়েছে।
ডেভলপারমাইক্রোসফট
ওএস পরিবারমাইক্রোসফট উইন্ডোজ
সোর্স মডেলবন্ধ সোর্স এবং ভাগকৃত সোর্স(উইন্ডোজ ফ্রেমওয়ার্ক এখন মুক্ত সোর্স
উৎপাদনের জন্য মুক্তি১৫ জুলাই ২০১৫ (2015-07-15)
সাধারণ সহজলভ্যতা২৯ জুলাই ২০১৫ (2015-07-29)
সর্বশেষ মুক্তি২০২০ (১৯০৪১.৩৩১) / ১৮ জুন ২০২০ (2020-06-18)
সর্বশেষ প্রাকদর্শনRS৫ (১০.০.১৭৬০৪.০) / ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (2018-02-14)
মার্কেটিং লক্ষ্যব্যক্তিগত কম্পিউটার
হালনাগাদের পদ্ধতিউইন্ডোজ আপডেট, উইন্ডোজ স্টোর, উইন্ডোজ সার্ভার আপডেট সার্ভিস
প্ল্যাটফর্মআইএ-৩২, এক্স৮৬-৬৪
কার্নেলের ধরনহাইব্রীড (উইন্ডোজ এনটি)
লাইসেন্সমালিকানাধীন বাণিজ্যিক সফটওয়্যার
পূর্বসূরীউইন্ডোজ ৮.১ (২০১৩)
উত্তরসূরীউইন্ডোজ ১১ (২০২১)
ওয়েবসাইটwww.microsoft.com/en-us/software-download/windows10
সহায়তার অবস্থা
  • প্রধান সহায়তা ১৩ অক্টোবর ২০২০ পর্যন্ত,
  • বর্ধিত সহায়তা ১৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত[1]

উইন্ডোজ ১০ সম্পর্কে প্রথম আভাস দেয়া হয়, সফটওয়্যার ও ওয়েব ডেভেলপারদের জন্য ২০১৪ সালের এপ্রিলে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক বিল্ড সম্মেলনে। উইন্ডোজ ১০ এর লক্ষ্য মূলত ব্যবহারকারীর নিজস্ব প্রয়োজনীয় ফিচারগুলোর সঠিক ব্যবস্থা করা, যা প্রথম উইন্ডোজ ৮-এর মাধ্যমে পরিচয় করানো হয়েছিলো। এটির সাথে অতিরিক্ত সফটওয়্যার যুক্ত করার মাধ্যমে ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপের মত টাচস্ক্রিন নয় এমন ডিভাইসে ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নত করা হয়েছে। এতে আরও রয়েছে উইন্ডোজ স্টোরের অ্যাপ চালানোর ক্ষমতা।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Windows lifecycle fact sheet – Windows Help"Microsoft। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৫
  2. "Windows 10 is the official name for Microsoft's next version of Windows"The VergeVox Media। সেপ্টেম্বর ৩০, ২০১৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.