উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার

উইজেডন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার (ইংরেজি: Wisden Leading Cricketer in the World) প্রদেয় সম্মাননাটি ‘ক্রিকেটের বাইবেল’ নামে পরিচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক কর্তৃক ২০০৪ সালে প্রবর্তন করা হয়। এটি উইজডেন কর্তৃক বর্ষসেরা পাঁচজন ক্রিকেটার পুরস্কারের অন্যতম অংশ। উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক কর্তৃপক্ষ প্রতি বছরই প্রকাশিত অ্যালমেনাকে প্রকাশের জন্য পূর্ববর্তী বছরে বিশ্বের সবচেয়ে প্রভাববিস্তারকারী ক্রিকেটারকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। উইজডেন বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারটি খেলোয়াড়ী জীবনে মাত্র একবার পুরস্কার প্রদান করা হলেও এখানে এর ব্যতিক্রম রয়েছে। এখানে একজন খেলোয়াড় একাধিকবার পুরস্কৃত হতে পারেন।

২০০৭ সালের সংস্করণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচারকমণ্ডলীদের নিয়ে গড়া একটি পরিষদ গঠন করা হয়। সদস্যরা ১৯০০ সাল থেকে ২০০২ সালের মধ্যকার সময়কালে বছরের শীর্ষস্থানীয় ক্রিকেটার নির্বাচন করেন। তবে, দুইটি বিশ্বযুদ্ধের জন্য ঐ বছরের কোন খেলোয়াড়কে মনোনীত করা হয়নি।

ব্র্যাডম্যান এ পুরস্কারটি একাই দশবার এবং গ্যারি সোবার্স আটবার লাভ করেছিলেন। অন্য কোন খেলোয়াড়ই তিনবারের বেশি লাভ করতে পারেননি। যে বছরের জন্য খেলোয়াড় পুরস্কৃত হয়েছেন তা উইজডেনের পরবর্তী বছরের সংস্করণে লিপিবদ্ধ করা হয়েছে। উদাহরণস্বরূপ: বীরেন্দ্র শেওয়াগ ২০০৮ সালে পুরস্কার পেলেও তা ২০০৯ সালের সংস্করণে ঘোষণা করা হয়।

বিজয়ীদের তালিকা

২০০৩-২১০০

সাল খেলোয়াড়ের নাম দলের নাম
২০১৯বেন স্টোকসইংল্যান্ড
২০১৮বিরাট কোহলিভারত
২০১৭বিরাট কোহলিভারত
২০১৬বিরাট কোহলিভারত
২০১৫কেন উইলিয়ামসননিউজিল্যান্ড
২০১৪কুমার সাঙ্গাকারাশ্রীলঙ্কা
২০১৩ডেল স্টেইনদক্ষিণ আফ্রিকা
২০১২মাইকেল ক্লার্কঅস্ট্রেলিয়া
২০১১কুমার সাঙ্গাকারাশ্রীলঙ্কা
২০১০শচীন তেন্ডুলকরভারত
২০০৯বীরেন্দ্র শেওয়াগভারত
২০০৮বীরেন্দ্র শেওয়াগভারত
২০০৭জ্যাক ক্যালিসদক্ষিণ আফ্রিকা
২০০৬মুত্তিয়া মুরালিধরনশ্রীলঙ্কা
২০০৫অ্যান্ড্রু ফ্লিনটফইংল্যান্ড
২০০৪শেন ওয়ার্নঅস্ট্রেলিয়া
২০০৩রিকি পন্টিংঅস্ট্রেলিয়া

১৯০০-২০০২

সাল খেলোয়াড়ের নাম দলের নাম
২০০২ম্যাথু হেইডেনঅস্ট্রেলিয়া
২০০১গ্লেন ম্যাকগ্রাঅস্ট্রেলিয়া
২০০০মুত্তিয়া মুরালিধরনশ্রীলঙ্কা
১৯৯৯স্টিভ ওয়াহঅস্ট্রেলিয়া
১৯৯৮শচীন তেন্ডুলকরভারত
১৯৯৭শেন ওয়ার্নঅস্ট্রেলিয়া
১৯৯৬সনাথ জয়াসুরিয়াশ্রীলঙ্কা
১৯৯৫ব্রায়ান লারাওয়েস্ট ইন্ডিজ
১৯৯৪ব্রায়ান লারাওয়েস্ট ইন্ডিজ
১৯৯৩শেন ওয়ার্নঅস্ট্রেলিয়া
১৯৯২ওয়াসিম আকরামপাকিস্তান
১৯৯১কার্টলি অ্যামব্রোসওয়েস্ট ইন্ডিজ
১৯৯০গ্রাহাম গুচইংল্যান্ড
১৯৮৯অ্যালান বর্ডারঅস্ট্রেলিয়া
১৯৮৮ম্যালকম মার্শালওয়েস্ট ইন্ডিজ
১৯৮৭মার্টিন ক্রোনিউজিল্যান্ড
১৯৮৬ম্যালকম মার্শালওয়েস্ট ইন্ডিজ
১৯৮৫রিচার্ড হ্যাডলিনিউজিল্যান্ড
১৯৮৪জোয়েল গার্নারওয়েস্ট ইন্ডিজ
১৯৮৩কপিল দেবভারত
১৯৮২ইমরান খানপাকিস্তান
১৯৮১ইয়ান বোথামইংল্যান্ড
১৯৮০ভিভ রিচার্ডসওয়েস্ট ইন্ডিজ
১৯৭৯গ্রেগ চ্যাপেলঅস্ট্রেলিয়া
১৯৭৮ভিভ রিচার্ডসওয়েস্ট ইন্ডিজ
১৯৭৭ডেনিস লিলিঅস্ট্রেলিয়া
১৯৭৬ভিভ রিচার্ডসওয়েস্ট ইন্ডিজ
১৯৭৫ক্লাইভ লয়েডওয়েস্ট ইন্ডিজ
১৯৭৪জেফ থমসনঅস্ট্রেলিয়া
১৯৭৩ব্যারি রিচার্ডসদক্ষিণ আফ্রিকা
১৯৭২ডেনিস লিলিঅস্ট্রেলিয়া
১৯৭১মাইক প্রোক্টরদক্ষিণ আফ্রিকা
১৯৭০গারফিল্ড সোবার্সওয়েস্ট ইন্ডিজ
১৯৬৯গ্রেইম পোলকদক্ষিণ আফ্রিকা
১৯৬৮গারফিল্ড সোবার্সওয়েস্ট ইন্ডিজ
১৯৬৭গ্রেইম পোলকদক্ষিণ আফ্রিকা
১৯৬৬গারফিল্ড সোবার্সওয়েস্ট ইন্ডিজ
১৯৬৫গারফিল্ড সোবার্সওয়েস্ট ইন্ডিজ
১৯৬৪গারফিল্ড সোবার্সওয়েস্ট ইন্ডিজ
১৯৬৩ফ্রেড ট্রুম্যানইংল্যান্ড
১৯৬২গারফিল্ড সোবার্সওয়েস্ট ইন্ডিজ
১৯৬১অ্যালান ডেভিডসনঅস্ট্রেলিয়া
১৯৬০গারফিল্ড সোবার্সওয়েস্ট ইন্ডিজ
১৯৫৯রিচি বেনোঅস্ট্রেলিয়া
১৯৫৮গারফিল্ড সোবার্সওয়েস্ট ইন্ডিজ
১৯৫৭পিটার মেইংল্যান্ড
১৯৫৬জিম লেকারইংল্যান্ড
১৯৫৫ফ্রাঙ্ক টাইসনইংল্যান্ড
১৯৫৪ক্লাইড ওয়ালকটওয়েস্ট ইন্ডিজ
১৯৫৩অ্যালেক বেডসারইংল্যান্ড
১৯৫২লেন হাটনইংল্যান্ড
১৯৫১কিথ মিলারঅস্ট্রেলিয়া
১৯৫০ফ্রাঙ্ক ওরেলওয়েস্ট ইন্ডিজ
১৯৪৯লেন হাটনইংল্যান্ড
১৯৪৮ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯৪৭ডেনিস কম্পটনইংল্যান্ড
১৯৪৬ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯৩৯ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯৩৮ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯৩৭ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯৩৬ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯৩৫স্ট্যান ম্যাককাবেঅস্ট্রেলিয়া
১৯৩৪ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯৩৩হ্যারল্ড লারউডইংল্যান্ড
১৯৩২ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯৩১ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯৩০ডোনাল্ড ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া
১৯২৯ওয়ালি হ্যামন্ডইংল্যান্ড
১৯২৮টিচ ফ্রিম্যানইংল্যান্ড
১৯২৭বিল পন্সফোর্ডঅস্ট্রেলিয়া
১৯২৬চার্লি ম্যাককার্টনিঅস্ট্রেলিয়া
১৯২৫জ্যাক হবসইংল্যান্ড
১৯২৪মরিস টেটইংল্যান্ড
১৯২৩প্যাটসি হেনড্রেনইংল্যান্ড
১৯২২জ্যাক হবসইংল্যান্ড
১৯২১চার্লি ম্যাককার্টনিঅস্ট্রেলিয়া
১৯২০হার্বি কলিন্সঅস্ট্রেলিয়া
১৯১৯জ্যাক গ্রিগরিঅস্ট্রেলিয়া
১৯১৪জ্যাক হবসইংল্যান্ড
১৯১৩সিডনি বার্নসইংল্যান্ড
১৯১২সিডনি বার্নসইংল্যান্ড
১৯১১ভিক্টর ট্রাম্পারঅস্ট্রেলিয়া
১৯১০অব্রে ফকনারদক্ষিণ আফ্রিকা
১৯০৯উইলফ্রেড রোডসইংল্যান্ড
১৯০৮মন্টি নোবেলঅস্ট্রেলিয়া
১৯০৭বার্ট ভগলারদক্ষিণ আফ্রিকা
১৯০৬জর্জ হার্স্টইংল্যান্ড
১৯০৫স্ট্যানলি জ্যাকসনইংল্যান্ড
১৯০৪বার্নার্ড বোসানকুয়েতইংল্যান্ড
১৯০৩সি বি ফ্রাইইংল্যান্ড
১৯০২ভিক্টর ট্রাম্পারঅস্ট্রেলিয়া
১৯০১সি বি ফ্রাইইংল্যান্ড
১৯০০কে এস রঞ্জিতসিংজিইংল্যান্ড

একাধিক বিজয়ী

শেন ওয়ার্ন
শেন ওয়ার্ন একাধিকবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
খেলোয়াড় পুরস্কার সাল
ডোনাল্ড ব্র্যাডম্যান ১০১৯৩০, ১৬৩১, ১৯৩২, ১৯৩৪, ১৯৩৬, ১৯৩৭, ১৯৩৮, ১৯৩৯, ১৯৪৬, ১৯৪৮
গারফিল্ড সোবার্স ১৯৫৮, ১৯৬০, ১৯৬২, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৬, ১৯৬৮, ১৯৭০
জ্যাক হবস ১৯১৪, ১৯২২, ১৯২৫
বিরাট কোহলি ২০০৮, ২০০৯
ভিভ রিচার্ডস ১৯৭৬, ১৯৭৮, ১৯৮০
শেন ওয়ার্ন ১৯৯৩, ১৯৯৭, ২০০৪
সিডনি বার্নস ১৯১২, ১৯১৩
চার্লস বার্জেস ফ্রাই ১৯০১, ১৯০৩
লেন হাটন ১৯৪৯, ১৯৫২
ব্রায়ান লারা ১৯৯৪, ১৯৯৫
ডেনিস লিলি ১৯৭২, ১৯৭৭
চার্লি ম্যাককার্টনি ১৯২১, ১৯২৬
ম্যালকম মার্শাল ১৯৮৬, ১৯৮৮
মুত্তিয়া মুরালিধরন ২০০০, ২০০৬
গ্রেইম পোলক ১৯৬৭, ১৯৬৯
কুমার সাঙ্গাকারা ২০১১, ২০১৪
বীরেন্দ্র সেহবাগ ২০০৮, ২০০৯
শচীন তেন্ডুলকর ১৯৯৮, ২০১০
ভিক্টর ট্রাম্পার ১৯০২, ১৯১১

দেশ অনুযায়ী

বারোটি টেস্টভূক্ত দেশের মধ্যে কেবলমাত্র বাংলাদেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান বাদে বাদ-বাকী আটটি দেশের খেলোয়াড়েরা উইজডেন কর্তৃক এ সম্মাননায় অধিষ্ঠিত হয়েছেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়েরা এ তালিকায় প্রভাববিস্তার করে আছেন। সম্মিলিতভাবে তারা অর্ধেকের বেশি পুরস্কার পেয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ৩৬টি পুরস্কারের ৩৪টি তারা পেয়েছিলেন। তবে, ২০০৪ সালের পর থেকে ভারতীয় ক্রিকেটারেরা ছয়বার, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার তিনবার, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের খেলোয়াড়েরা দুইবার করে পেয়েছেন।[1]

জাতীয়তা অনুযায়ী পুরস্কার (%)

  অস্ট্রেলিয়া - ৩৫ (৩১.৮%)
  ইংল্যান্ড - ২৮ (২৬.৩%)
  ওয়েস্ট ইন্ডিজ - ২০ (১৮.২%)
  দক্ষিণ আফ্রিকা - ৮ (৭.৩%)
  ভারত - 8 (৭.৩%)
  শ্রীলঙ্কা - ৫ (৪.৫%)
  নিউজিল্যান্ড - 3 (২.৭%)
  পাকিস্তান - ২ (১.৮%)
দেশ অনুযায়ী পুরস্কার
দল পুরস্কার
 অস্ট্রেলিয়া ৩৫
 ইংল্যান্ড ২৯
 ওয়েস্ট ইন্ডিজ ২০
 ভারত
 দক্ষিণ আফ্রিকা
 শ্রীলঙ্কা
 নিউজিল্যান্ড
 পাকিস্তান

তথ্যসূত্র

  1. "Leading Cricketer in the World"Bloomsbury। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.