ইসলাম ও প্রাণি

কুরআনে দুইশত আয়াতে প্রাণী সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং মোট পঁয়ত্রিশটি প্রাণীর নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে পাখি, পোকামাকড়, বন্যপ্রাণী এবং পোষা প্রাণী। কুরআনের কয়েকটি সূরা প্রাণীর নামে রয়েছে, যেমন: বাকারা (গরু)। কুরআনে মধু মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা ওহি নাজিল করেছেন। কিছু অবিশ্বাসী (কাফের) কুরআনে বর্ণিত পশু-প্রাণী সম্পর্কে আলোচনা করায় আপত্তি জানিয়েছিল, যার কারণে এই আয়াত অবতীর্ণ হয়-

إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلًا مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا ۚ فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۖ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا ۚ وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ

অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ (কোনও বিষয়কে স্পষ্ট করার জন্য) কোনও রকমের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, তা মশা (এর মত তুচ্ছ জিনিস) হোক বা তারও উপরে (অধিকতর তুচ্ছ) হোক। তবে যারা মুমিন তারা জানে, এ উদাহরণ সত্য, যা তাদের প্রতিপালকের নিকট থেকে আগত। কিন্তু যারা কাফের তারা বলে, এই (তুচ্ছ) উদাহরণ দ্বারা আল্লাহর উদ্দেশ্য কী? (এভাবে) আল্লাহ এ উদাহরণ দ্বারা বহু মানুষকে গোমরাহীতে লিপ্ত করেন এবং বহুজনকে হিদায়াত দান করেন। আর তিনি গোমরাহ করেন কেবল তাদেরকেই, যারা নাফরমান। (সূরা বাকারা, আয়াত - ২৬) মহান আল্লাহ তায়ালাই সমগ্র পৃথিবী, আকাশ,পাহাড়, নদী যেমন সৃষ্টি করেছেন,তেমনি মশা বা মশার চেয়েও ক্ষুদ্র সব কিছুই তিনি মানুষের জন্যই সৃষ্টি করেছেন। ক্ষুদ্র এই মশাই বর্তমানে পৃথিবীর সবচেয়ে ডেডলিয়েস্ট বা মারনঘাতি প্রাণী হিসাবে চিহ্নিত।

কুরআনে বর্ণিত প্রাণীর নামে সূরার সমূহ

  • বাকারাহ  : গরু
  • ফিল  : হাতি
  • নাহাল  : মৌমাছি
  • আনকাবুত  : মাকড়সা
  • নামল  : পিঁপড়া

পাখি

  • ابابيل: আবাবিল
  • سلوى : কোয়েল [1] হালাল পাখি
  • هدهد: হুদহুদ
  • غراب : কাক

জলের প্রাণী

  • نون و حوت : মাছ ও তিমি
  • ضفاضع  : ব্যাঙ [2] হানাফী আইনশাস্ত্রে হারাম, ইমাম শাফেয়ী এর মতে হালাল।

পোকামাকড়

সংখ্যা কুরআনী নাম বাংলা সূরা আয়াত
بعوض মশা বাকারাহ
ذباب মাছি হজ্জ ৭৩
نحل মৌমাছি নাহাল ৬৮
عنكبوت মাকড়সা আনকাবুত ৪১
جراد পঙ্গপাল আ’রাফ ১৩৩
نمل পিপীলিকা নামল ১৮
فراش প্রজাপতি ক’রিয়াহ
قمل উকুন আ’রাফ ১৩৩
ثعبان সাপ আ’রাফ ১০৭

পোষা প্রাণী

সংখ্যা কুরআনী নাম বাংলা নাম সূরা আয়াত হালাল ও হারাম
بغال খচ্চর নাহাল
غنم , نعجة ، ضان و معز ছাগল ও ভেড়া আনআ’ম ১৪৩, ১৪৬ হালাল
بعير, جمل উট ইউসুফ, আ’রাফ ৪০, ৬৫ হালাল
بقزة গাভী বাকারাহ ৭০ হালাল
عجل বাছুর হুদ ২৯ হালাল
حمار ، حمير গাধা বাকারাহ, নাহাল ৮, ২৫৯ মাকরুহে তাহরীমী। কারো কারো নিকট হারাম।
كلب কুকুর আ’রাফ ১৭৬ হারাম

বন্য প্রাণী

সংখ্যা কুরআনী নাম বাংলা নাম সূরা আয়াত হালাল ও হারাম
قسورة সিংহ মুদ্দাসসির ৫১ হারাম
خنزير শূকর বাকারাহ ১৭৩ হারাম
فيل হাতি ফিল হারাম।
قردة বানর বাকারাহ ৬৫ হারাম

আরও দেখুন

  • قرآن میں مذکور غیر انسانی مخلوقات

তথ্যসূত্র

  1. قرآ ن: سورہ البقرہ، آیت57 (উর্দু ভাষায়)
  2. قرآ ن: سورہ اعراف، آیت133
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.