ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি ইসলামী রাজনৈতিক দল। এটি দেশের সর্বস্তরে কুরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য ১৯৯০ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।[2] এটি দেশের জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন আঞ্চলিক নির্বাচনে দলটি অংশগ্রহণ করে থাকে। দলটির বর্তমান চেয়ারম্যান হলেন মোঃ বাহাদুর শাহ মোজাদ্দেদী এবং মহাসচিব হলেন জয়নুল আবেদীন জুবাইর। এই দলের নির্বাচনী প্রতীক চেয়ার।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ | |
---|---|
প্রেসিডেন্ট | সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী |
মহাসচিব | আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর |
প্রতিষ্ঠা | ২১ ডিসেম্বর ১৯৯০ ইংরেজি |
সদর দপ্তর | ৬০/১, তয় তলা, পুরানা পল্টন, ঢাকা-১০০০[1] |
নির্বাচনী প্রতীক | |
চেয়ার | |
ওয়েবসাইট | |
http://islamicfrontbd.com/ | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
অঙ্গ ও সহযোগি সংগঠনসমূহ
- সহযোগী যুব সংগঠন: ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ (আহবায়ক: মাওলানা মনির হোসাইন, সচিব: এস. এম. আবু সাদেক সিটু)
- সহযোগী ছাত্র সংগঠনের নাম: ইসলামী ছাত্রসেনা ( সভাপতিঃ মুহাম্মদ ফরিদ মজুমদার, সাধারণ সম্পাদক: মুহাম্মদ ইমদাদুল ইসলাম )
- ইসলামিক মহিলা ফ্রন্ট বাংলাদেশ (প্রক্রিয়াধীন)
- ইসলামিক শ্রমিক ফ্রন্ট (প্রক্রিয়াধীন)
- শিশু কিশোর সংগঠনঃ ফুটন্ত ফুল।
- ম্যাগাজিন- দুরন্ত কিশোর
- অরাজনৈতিক সংগঠনঃ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত।
- সমাজ সেবামূলক সংগঠনঃ আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ।
- শিক্ষামূলক সংগঠনঃ শহীদ লিয়াকত স্মৃতি সংসদ।
আরো দেখুন
তথ্যসূত্র
- "রাজনৈতিক দলসমূহের নিবন্ধন"। নির্বাচন কমিশন বাংলাদেশ। ৪ মে ২০১৬। ৩১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬।
- "নানা আয়োজনে ইসলামিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন"। দৈনিক আজাদী। ২২ ডিসেম্বর ২০১৭। ৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.