ইসলামপুর বিধানসভা কেন্দ্র, উত্তর দিনাজপুর জেলা

ইসলামপুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র

ইসলামপুর
বিধানসভা কেন্দ্র
ইসলামপুর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
ইসলামপুর
ইসলামপুর
ইসলামপুর ভারত-এ অবস্থিত
ইসলামপুর
ইসলামপুর
পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক: ২৬°১৬′ উত্তর ৮৮°১২′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর দিনাজপুর
কেন্দ্র নং.২৯
আসনখোলা
লোকসভা কেন্দ্ররায়গঞ্জ
নির্বাচনী বছর১৪৯,৯৯২ (২০১১)

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ২৯ নং ইসলামপুর বিধানসভা কেন্দ্রটি ইসলামপুর পৌরসভা এবং আগদিমতী খান্তি, গাইসাল-১, গাইসাল-২, গুঞ্জারিয়া, ইসলামপুর, মাটিকুন্দা-১, মাটিকুন্দা-২,পন্ডিতপোতা-১, পন্ডিতপোতা-২,রামগঞ্জ-১ এবং রামগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত গুলি ইসলামপুর সিডি ব্লক এর অন্তর্গত।[1]

ইসলামপুর বিধানসভা কেন্দ্রটি ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পূর্বে এটি দার্জিলিং লোকসভা কেন্দ্রের কেন্দ্রের অন্তর্গত ছিলো। [1]

বিধানসভার বিধায়ক

নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১*ইসলামপুরচৌধুরী মোহাম্মদ আফাকভারতীয় জাতীয় কংগ্রেস[2]
১৯৭৭আব্দুল করিম চৌধুরীনির্দল[3]
১৯৮২চৌধুরী এমডি. আব্দুল করিমভারতীয় জাতীয় কংগ্রেস[4]
১৯৮৭এমডি. ফারুক আজমভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [5]
১৯৯১আব্দুল করিম চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস[6]
১৯৯৬আব্দুল করিম চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস[7]
২০০১আব্দুল করিম চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[8]
২০০৬এমডি. ফারুক আজমভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9]
২০১১আব্দুল করিম চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[10]

.*নির্বাচনের সময়ে এলাকাটি বিহারে ছিল।

২০১৬ নির্বাচন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬, কংগ্রেসের কানাইয়া লাল আগরওয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আব্দুল করিম চৌধুরীকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: ইসলামপুর কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস কানাইয়া লাল আগরওয়াল ৬৫,৫৫৯ ৪৩.৮৮ জয়ী
তৃণমূল কংগ্রেস আব্দুল করিম চৌধুরী ৫৭,৮৪১ ৩৮.৭১
বিজেপি সৌম্যরুপ মণ্ডল ১৮,৬৬৮ ১২.৪৯
জেডিইউ এমডি.আরসাদ ১,৫২১ ১.০১
বিএসপি সেফালি রায় মণ্ডল ১,১৬৪ ০.৭৮
গোর্খা জনমুক্তি মোর্চা আল্টামাস চৌধুরী ১,০৬৯ ০.৭১
এসপি আব্দাস সুভান ৯২৩ ০.৬২
এসইউসিআই(সি) দয়াল সিংহ ৭১৬ ০.৪৮
নোটা উপরের কেউ না ১,৯৪৩ ১.৩০
ভোটার উপস্থিতি ১,৪৯,৪০৪

নির্বাচনী ফলাফল

২০১১

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের আব্দুল করিম চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর সায়েদা ফারহাত আফরোজকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: ইসলামপুর কেন্দ্র[10][11]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল কংগ্রেস আব্দুল করিম চৌধুরী ৪৯,৩২৬ ৪১.৪৮ +২.৩৪#
সিপিআই(এম) সায়েদা ফারহাত আফরোজ ৩৮,০৫৪ ৩২.০০ -১৩.২১
নির্দল কানাইয়া লাল আগরওয়াল ২০,৮৭০ ১৭.৫৫
বিজেপি নেপাল দত্ত ৫,৭৭২ ৪.৮৫
নির্দল এমডি.নদীম আখতার ২,৯৪১
বিএসপি উমর আলি ১,৯৪৪
ভোটার উপস্থিতি ১,১৮,৯০৭ ৭৯.২৮
সিপিআই(এম) থেকে তৃণমূল কংগ্রেস অর্জন করেছে সুইং ১৫.৫৫#

১৯৭৭-২০০৬

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[9] সিপিআই (এম) -এর এমডি. ফারুক ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের আব্দুল করিম চৌধুরীকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে আবদুল করিম চৌধুরী তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন[8] এবং ১৯৯৬[7] এবং ১৯৯১ সালে[6] কংগ্রেস হয়ে প্রতিনিধিত্ব করেন, সিপিআই (এম) -এর এমডি. ফারুক আজমকে পরাজিত করেন। ১৯৮৭ সালে সিপিআই (এম) -এর এমডি. ফারুক আজম কংগ্রেসের আব্দুল করিম চৌধুরীকে পরাজিত করেন।[5] ১৯৮২ সালে কংগ্রেস/নির্দলের আবদুল করিম চৌধুরী সিপিআই (এম) -এর এমডি. ফয়াইকাজমকে[4] এবং ১৯৭৭ সালে নির্দলের গৌতম গুপ্তকে পরাজিত করেন।[3][12]

১৯৫১

১৯৭৭ সালে পশ্চিমবঙ্গে ইসলামপুর বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছিল, ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন বিহারের অংশ ছিল। ১৯৫১ সালে কংগ্রেসের চৌধুরী মোহাম্মদ আফাক ইসলামপুর কেন্দ্র থেকে আসন লাভ করেন।[2]

তথ্যসূত্র

  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪
  2. "General Elections, India, 1951, to the Legislative Assembly of Bihar" (পিডিএফ)– Constituency No. 194 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  3. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  4. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  5. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  6. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  7. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  8. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  9. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  10. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  11. "West Bengal Assembly Election 2011"Islampur (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১
  12. "28 - Islampur Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০০৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.