ইসলামপুর ইউনিয়ন, কমলগঞ্জ
ইসলামপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
ইসলামপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ইসলামপুর ![]() ![]() ইসলামপুর | |
স্থানাঙ্ক: ২৪°১৩′২৬.০০০″ উত্তর ৯১°৫২′০.০০১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | কমলগঞ্জ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩,৭২৮ হেক্টর (৯,২১২ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২৭,৫৯৩ |
• জনঘনত্ব | ৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৫৬ ২৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
কমলগঞ্জ উপজেলা হতে ৯নং ইসলামপুরইউনিয়ন পরিষদের দুরত্ব ২০কি:মি:।
ইতিহাস
১৯৫৮ সালে আইয়ুব খান এর মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রাক্তন সদস্য, দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলীর পরামর্শক্রমে ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান এর পরিকল্পনামতে ইসলামপুর ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয়।
গ্রাম সমূহ
উত্তর গোলের হাওর, দক্ষিণ গোলের হাওর, পাথারী গাও, কালারায়বিল (ডালুয়া),টিলাবাজার ছয়ঘড়ি, মোকাবিল, নোয়াগাঁও, ভাণ্ডারীগাঁও, কাঠালকান্দি, ভদ্রগাও, উত্তর কানাইদেশী, কুরমাঘাট, দক্ষিণ কানাইদেশী, টিলাগাও, রাজকান্দি, বাঘাছড়া, শ্রীপুর,নতুন বাজার, কুরমা চা বাগান, চাম্পারায় চা বাগান, কুরঞ্জি, সোনারায়, কলাবন,কুরমা খাসিয়া পুঞ্জি,গঙ্গা নগর।
আয়তন ও জনসংখ্যা
আয়তন- ২৯২১১ একর। জনসংখ্যা- মোট- ২৫৪৫৫, পুরুষ-১৩০৬৫ মহিলা-১২৩৯০।
শিক্ষা
শিক্ষার হার- ৪৫.৮৫%
শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয়-২টি। ১. পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। ২. ভান্ডারিগাঁও উচ্চ বিদ্যালয়। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-১ টি। ডালুয়াছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। মাদ্রাসা-১ টি। ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, টিলাবাজার।
দর্শনীয় স্থান
- হামহাম ঝর্ণা
- চা বাগানের নয়নাভিরাম সৌন্দর্য
- কুরমা খাসিয়া পুঞ্জি
- বাঘাছড়া চা বাগানের শত বর্ষী বিরাট বট গাছ
হাট-বাজার
ইসলামপুর ইউনিয়নে মোট হাটবাজার- ৪টি
- টিলাবাজার
- কুরমা বাজার
- নতুন বাজার
- কাদুর দোকান (বাজার)
একটি নদী রয়েছে ও ৩টি ছড়া(স্থানীয় ভাবে যাকে গাঙ বলা হয়) ধলাই নদী
- ডালুয়া ছড়া,
- লাউয়া ছড়া,
- বাঘা ছড়া।
তথ্যসূত্র
- "ইসলামপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯।
- "কমলগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ এপ্রিল ২০১৫। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯।