ইসরাত জাহান চৈতি

ইসরাত জাহান চৈতি একজন বাংলাদেশি অভিনেত্রী, যিনি ২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে বিজয়িনীর মুকুট পরেছিলেন। ২০১১ সালে রাবেয়া খাতুনের মধুমতী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু হয়। এরপর তিনি আরেফিন শুভর বিপরীতে শাহাদাত হোসেন লিটনের লাভলি চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

ইসরাত জাহান চৈতি
২০১৬ সালে চৈতি
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীশাওন রয় (২০১৫-২০১৮ বিচ্ছেদ)
মাহমুদ আরাফাত (২০১৯-)

কর্মজীবন

ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র মধুমতি (২০১১) -তে রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রের অভিষেক ঘটে। ২০১৩ সালে তার অভিনীত লাভলি চলচ্চিত্রটি মুক্তি পায়। ২০১৭ সালে তিনি শিবলী সাদিকের বিপরীতে মন দেব মন নেব নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ। [1]

চলচ্চিত্রের তালিকা

  • মধুমতি
  • লাভলি
  • মন দেব মন নেব[1]

ব্যক্তিগত জীবন

২০১৫ সালে তিনি শাওন রয় যুবরাজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[2] শাওন একজন গ্রাফিক ডিজাইনার ও থ্রিডি অ্যানিমেটর। ২০১৮ সালে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটে।[3] ৮ অক্টোবর ২০১৯ এ চৈতি ২য় বিয়ে করেন বেসরকারি বিমান সংস্থায় পাইলট মাহমুদ আরাফাতকে। [4][5]

তথ্যসূত্র

  1. "CHAITY makes a film comeback"www.thedailystar.net। নভেম্বর ১২, ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮
  2. "বিয়ে করলেন লাক্স তারকা চৈতী"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯
  3. "লাক্স তারকার ঘর ভাঙলো"সমকাল। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯
  4. "ফের বিয়ে করলেন লাক্স তারকা চৈতি | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৬
  5. "ফের বিয়ে করলেন লাক্স সুপারস্টার চৈতি | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৬
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
বিদ্যা সিনহা সাহা মীম
লাক্স-চ্যানেল আই সুপারস্টার
২০০৮
উত্তরসূরী
মেহজাবিন চৌধুরী
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.