ইসমত চুগতাই
ইসমত চুগতাই (অথবা চুঘতাই বা চুগ়তাই )একজন উর্দু ভাষার ভারতীয় লেখিকা ছিলেন। ১৯৩০-এর দশকে তিনি মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে মহিলা যৌনতা এবং নারীবাদ, মধ্যবিত্ত কৌলীন্য এবং শ্রেণী সংগ্রামের মত বিষয়গুলিতে লিখতেন। সাহিত্যিক বাস্তবতার মাধ্যমে তিনি বিংশ শতাব্দীর উর্দু সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কন্ঠস্বর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং ১৯৭৬ সালে তাঁকে ভারত সরকার দ্বারা পদ্মশ্রী প্রদান করা হয়।
ইসমত চুগতাই عصمت چُغتائی | |
---|---|
জন্ম | বাদাউন, যুক্তপ্রদেশ, উত্তরপ্রদেশ, ব্রিটিশ ভারত | ২১ আগস্ট ১৯১৫
মৃত্যু | ২৪ অক্টোবর ১৯৯১ ৭৬) মুম্বই, মহারাষ্ট্র, ভারত | (বয়স
পেশা | লেখিকা, পরিচালক |
ভাষা | উর্দু |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা প্রতিষ্ঠান | আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় |
ধরন | ছোটগল্প এবং উপন্যাস |
সাহিত্য আন্দোলন | সর্বভারতীয় প্রগতিশীল লেখক সংঘ |
উল্লেখযোগ্য রচনাবলি | ইসমত চুগতাইয়ের কাজ |
উল্লেখযোগ্য পুরস্কার | পদ্মশ্রী (১৯৭৬) গালিব পুরস্কার (১৯৮৪) |
দাম্পত্যসঙ্গী | শহিদ লতিফ (১৯৪১-১৯৬৭) |
সন্তান | সীমা সহনি সব্রিনা লতিফ |
জীবনী
প্রাথমিক জীবন এবং কর্মজীবনের শুরুর দিক (১৯১৫-৪১)
ইসমত চুগতাইয়ের জন্ম ২১শে আগস্ট ১৯১৫ সালে, বাদাউন, উত্তরপ্রদেশের নুসরত খানাম এবং মির্জা কাসিম বেগ চুগতাইয়ের ঘরে। ইসমত ছিলেন দশ ভাই-বোনের মধ্যে নবম। বাবা পদস্থ সরকারি আমলা হওয়ার ফলে ইসমতদের পরিবারকে প্রায়শই বাসস্থান বদল করতে হত। তাঁর বাল্য বয়সেই সব দিদিদের বিবাহ হয়ে যাওয়াতে তাঁকে যোধপুর, আগ্রা এবং আলিগড়ের মত শহরে বড় হয়ে উঠতে হয়েছিল তাঁর দাদাদের সাহচর্যেই। চুগতাই নিজেই বলেছেন কীভাবে তাঁর বড় হয়ে ওঠার বছরগুলোতে তার ব্যক্তিত্বতে তাঁর দাদাদের প্রভাব পরেছে। তিনি তাঁর দ্বিতীয়-জ্যেষ্ঠ ভাই ঔপন্যাসিক মির্জা আজিম বেগ চুগতাইকে পরামর্শদাতা হিসেবে মানতেন। তাঁর বাবার অবসরের পর তাঁরা আগ্রাতেই স্থায়ীভাবে বসবাস করতেন।