ইষ্টি কুটুম
ইষ্টি কুটুম হল টিভি চ্যানেল স্টার জলসার একটি সিরিয়াল।[1][2]
ইষ্টি কুটুম | |
---|---|
![]() Title Screen | |
ধরন | নাটক |
নির্মাতা | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স |
লেখক | গল্প লীনা গঙ্গোপাধ্যায় চিত্রনাট্য লীনা গঙ্গোপাধ্যায় সংলাপ লীনা গঙ্গোপাধ্যায় |
পরিচালক | শৈবাল ব্যানার্জি সুজিত পাইন |
সৃজনশীল পরিচালক | লীনা গঙ্গোপাধ্যায় |
উপস্থাপক | ব্রাইট অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
নির্মাণ | |
নির্মাণের স্থান | পশ্চিমবঙ্গ |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
ছবির ফরম্যাট | ৫৭৬i এসডিটিভি ১০৮০আই এইচডিটিভি |
মূল মুক্তির তারিখ | ২৪ অক্টোবর ২০১১ – ১৩ ডিসেম্বর ২০১৫ |
বহিঃসংযোগ | |
আনুষ্ঠানিক ওয়েবসাইট |
গল্প
ইষ্টি কুটুম গল্পের নায়ক অর্চি একবার সাঁওতালদের একটি মেলায় যায়। কিন্তু সাঁওতালরা তাকে বন্দি করে। তারা তাকে মেরে ফেলতে চাইলেও বাহা নামের একটি মেয়ে তাদের বাঁধা দেয়। তখন তারা বাহাকে অর্চির সঙ্গে বিয়ে দেয়। কিন্তু অর্চি বিয়েটা কখনও মেনে নিতে পারে নি, কারণ সে মুন নামের একটি মেয়েকে ভালোবাসে। এভাবে ঘটনা এগিয়ে যায়।
অভিনয়
- অর্চিস্মান মুখোপাধ্যায় (অর্চি) চরিত্রে ঋষি কৌশিক
- বাহা চরিত্রে রনিতা দাস / সুদীপ্তা চক্রবর্তী
- মুন চরিত্রে অঙ্কিতা চক্রবর্তী
- মিষ্টি চরিত্রে সুজাতা ডাউন / ময়না মুখোপাধ্যায়
তথ্যসূত্র
- "Watch Star Jalsha Serials & Shows Online on Disney+ Hotstar"। Disney+ Hotstar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- "অপমানিত সাঁওতাল জনগোষ্ঠি, বিতর্কে জনপ্রিয় বাংলা সিরিয়াল ইষ্টিকুটিম"। Zee24Ghanta.com। ২০১৪-০৭-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.