ইশা সাহা

ইশা সাহা একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। ইশা সাহা অভিনীত চলচ্চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল প্রজাপতি বিস্কুট, গুপ্তধনের সন্ধানে, দুর্গেশগড়ের গুপ্তধন এবং সোয়েটার[1] ইশা একজন আইন বিষয়ের ছাত্রী । তবে তিনি স্টার জলসার ঝাঁঝ লবঙ্গ ফুল (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) ধারাবাহিকে লবঙ্গ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন ।[2]

ইশা সাহা
জন্ম
জাতীয়তাভারতীয়
পেশামডেল, অভিনেত্রী
কর্মজীবন২০১৬-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
প্রজাপতি বিস্কুট, সোয়েটার এবং গুপ্তধনের সন্ধানে
পুরস্কারFilmfare Award East

শৈশব এবং শিক্ষা

ঈশা সাহার জন্ম কলকাতায়। ইশা সাহা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ (হাজরা ক্যাম্পাস) থেকে থেকে বি.এ.এল.এল.বি পাস করেছেন। তিনি ২০১৬ সালে স্টার জলসার ঝাঁঝ লবঙ্গ ফুলের সাথে লবঙ্গ চরিত্রে একটি টেলিভিশন শিল্পী হিসাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন।

অভিনয় জীবন

তার অভিনয় জীবন ২০১৬ সালে স্টার জলসা'র ঝাঁঝ লবঙ্গ ফুল (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) ধারাবাহিকে লবঙ্গ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় । ইশা সাহা অভিনীত প্রথম চলচ্চিত্র হল প্রজাপতি বিস্কুট। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চলচ্চিত্রটি ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর।[3][4] চলচ্চিত্রটিতে ইশা সাহার বিপরীতে নবাগতা খেয়া চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যায় । ছবিটি বক্স-অফিসে সাফল্য পায় এবং ১৪ দিনে এই ছবির আয় ছিল ২.১৫ কোটি টাকা ।[5] পরের বছর ২০১৮ সালে গুপ্তধনের সন্ধানে নামে একটি গোয়েন্দা কাহিনি-ভিত্তিক ছবিতে অভিনয় করেন । এই ছবিটি পরিচালনা করেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় । ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পায় ছবিটি ।[6] ছবির প্রধান চরিত্র সোনাদার (আবীর চট্টোপাধ্যায়) ভাইপো আবীরের (অর্জুন চক্রবর্তী) ঘনিষ্ঠ বান্ধবী ঝিনুক-এর চরিতে অভিনয় করেন তিনি । এই ছবিটিও বক্স-অফিসে দারুণ সাফল্য লাভ করে ।

২০১৯ সালে সোয়েটার ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন শিলাদিত্য মৌলিক। ছবিটি দর্শকমহলে অনেক প্রশংসা লাভ করে। এই ছবিটি খুব সাদাসিধা একটি মেয়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন। এই সিনেমার গানগুলিও অত্যন্ত সুন্দর ও জনপ্রিয়, বিশেষ করে উল্লেখ করতে হয় প্রেমে পরা বারণ গানটির কথা, গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী

অভিনীত চলচ্চিত্র

সালচলচ্চিত্রপরিচালকসহশিল্পীভাষা
২০১৭প্রজাপতি বিস্কুটঅনিন্দ্য চট্টোপাধ্যায়অপরাজিতা আঢ্য, খেয়া চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়বাংলা
২০১৮গুপ্তধনের সন্ধানেধ্রুব বন্দ্যোপাধ্যায়আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, রজতাভ দত্ত, অরিন্দম শীলবাংলা
২০১৯দুর্গেশগড়ের গুপ্তধনধ্রুব বন্দ্যোপাধ্যায়আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেনবাংলা
২০১৯সোয়েটার শিলাদিত্য মৌলিকশ্রীলেখা মিত্র, জুন মালিয়া, খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাসবাংলা
২০১৯সহবাসঅঞ্জন কাঞ্জিলালঅনুভব কাঞ্জিলাল, রাহুল, সায়নী ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশিষ মুখোপাধ্যায়বাংলা
২০২০ডিটেক্টিভজয়দীপ মুখার্জীঅনির্বাণ ভট্টাচার্য, সাহেব ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্যবাংলা

তথ্যসূত্র

  1. "মুভি রিভিউ: এক আটপৌরে মেয়ের উত্তরণের উলেই বোনা 'সোয়েটার'"। আনন্দবাজার পত্রিকা। 29 March 2019। ৩ সেপ্টেম্বর ২০১৯।
  2. "'ঝাঁঝ লবঙ্গ ফুল'-নায়িকা বাস্তবে ঠিক যেমন"। এবেলা। ২৮ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯
  3. "দুর্গার আগেই কার্তিক চলে আসছেন 'প্রজাপতি বিস্কুট' নিয়ে"
  4. "কাঁচের বয়াম থেকে বেরোল 'প্রজাপতি বিস্কুট'"২৪ ঘণ্টা। ১৮ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৭
  5. "বক্স অফিসে লক্ষ্মীলাভ। পুজোয় কেমন ব্যবসা করল বাংলা ছবি? হিসেবে নজর রাখল আনন্দ প্লাস"। Anandabazar Pratika। ১০ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯
  6. BookMyShow। "Guptodhoner Sondhane Movie (2018) | Reviews, Cast & Release Date in Rajula - BookMyShow"BookMyShow (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.