ইলিয়াস কান্ধলভি

মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি ছিলেন ভারতের একজন ইসলামি পণ্ডিত। তিনি ১৮৮৫ সালে ব্রিটিশ ভারতের যুক্তপ্রদেশের কান্ধলা নামে একটি ছোট শহরে জন্ম গ্রহণ করেন। সাধারণ মুসলিমদের মধ্যে ইসলামি নীতি ও আদর্শের ঘাটতিজনিত কারণে ১৯২০ এর দশকে তিনি তাবলিগ জামাত নামে একটি নিরেট সংস্কারবাদী আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলন ইসলামের মৌলিক মূল্যবোধ প্রচার করে এবং সকল মুসলিমকে নামাজ, রোজাসহ অন্যান্য ইবাদতের কুরআন-সুন্নাহ সমর্থিত সহিহ পদ্ধতি শিক্ষা দেয়ার কাজ করে। এর সদস্যদের সকল কার্যক্রম ধর্মপ্রণোদিত ও সেচ্ছায় সম্পাদিত হয়। সেই সাথে অন্যান্যদের এতে যোগ দিতে উৎসাহ দেয়া হয়। বিশৃংখলা দূরে রাখতে তাবলিগ জামাতে রাজনীতি ও মতভেদপূর্ণ ফিকহি বিষয় নিয়ে আলোচনা করা হয় না। তার মৃত্যুর পর মুহাম্মদ ইউসুফ কান্ধলভি তাবলিগ জামাতের আমির নিযুক্ত হন।[1][2][3] মাওলানা ইলিয়াস রহ. ও তাঁর দীনি দাওয়াত তার একটি জীবনী গ্রন্থ।[4]

মুহাম্মাদ ইলয়াস কান্ধলভি
জাতীয়তাভারতীয়
জাতিভুক্তভারতীয়
যুগ২০ শতক
পেশাদা'ঈ
সম্প্রদায়সুন্নি
মাজহাবহানাফি
আন্দোলনদেওবন্দি
উল্লেখযোগ্য ধারণাতাবলিগ জামাত প্রতিষ্ঠা
শিক্ষায়তনদারুল উলুম দেওবন্দ
তাবলিগ জামাতের প্রথম আমির
উত্তরসূরীমুহাম্মদ ইউসুফ কান্ধলভি

তথ্যসূত্র

  1. Esposito, John L. EspositoJohn L. (২০০৩-০১-০১)। Esposito, John L., সম্পাদক। Ilyas, Muhammad (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন 978-0-19-512558-0। ডিওআই:10.1093/acref/9780195125580.001.0001/acref-9780195125580-e-1016?rskey=hdfi0z&result=1
  2. পরিষদ, সম্পাদনা (জুন ১৯৮২)। সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ ২য় খণ্ড। শেরেবাংলা নগর, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ২৬৮,২৬৯। আইএসবিএন 954-06-022-7।
  3. খাতুন, আয়েশা (২০১৭)। স্বাধীনতার পর হাদিস সাহিত্যে ভারতের অবদান। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১১২–১১৩। hdl:10603/54426
  4. Oxford

বহিঃসযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.