ইলা মিশ্র
ইলা মিশ্র হলেন একজন ভারতীয় ইতিহাস পণ্ডিত ও উত্তর প্রদেশের দেওবন্দের একজন বক্তা। তিনি চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে রেশমি রুমাল আন্দোলনের ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তিনি ইলা দাতব্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা।[1]
ইলা মিশ্র | |
---|---|
জন্ম | সাহারানপুর, উত্তরপ্রদেশ, ভারত | ১২ মার্চ ১৯৮৬
মাতৃশিক্ষায়তন | মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়, চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য কর্ম | রেশমি রুমাল ষড়যন্ত্র |
জন্ম ও শিক্ষা
ইলা মিশ্রা ১৯৮৬ সালের ১২ মার্চ উত্তর প্রদেশের সাহারানপুরের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হরিয়ানার রোহতাক থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি চৌধুরূ চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল রেশমি রুমাল আন্দোলন।[2]
কর্মজীবন
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ইলা মিশ্রার বই রেশমি রুমাল ষড়যন্ত্র এর মোড়ক উন্মোচন করেছিলেন ভারতের সাবেক উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি।[3] ইলা মিশ্রা ২০১৮ সালের ২৪ এপ্রিল "ইলা দাতব্য ট্রাস্ট" নামের এক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। এটি দরিদ্র মুসলিম মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে।[1]
তথ্যসূত্র
- "Profile of Ela Charitable Trust"। Ela Charitable Trust। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯।
- Dr. Ela Mishra। Reshmi Rumaal Sharyantra (হিন্দি ভাষায়)। Manak Publications and Jamiat Ulema-e-Hind।
- "نو مسلم مصنفہ ڈاکٹر ایلا مشرا کی کتاب 'ریشمی رومال تحریک' کا نائب صدر جمہوریہ کے ہاتھوں رسم اجراء"। Millat Times। ১ মার্চ ২০১৭। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯।
- "Sheikh-ul-Hind's Silk Letter Movement"। JamiatUlama.in। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯।
- "रेशमी रुमाल षडयंत्र एक मुस्लिम क्रान्तिकारी आंदोलन"। bookganga.com। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।