ইরিত্রিয় জাতীয় ফুটবল ফেডারেশন

ইরিত্রিয় জাতীয় ফুটবল ফেডারেশন (তিগ্রিনিয়া: ሃገራዊ ፈደረሽን ኩፅሶ እግሪ ኤርትራ, ইংরেজি: Eritrean National Football Federation; এছাড়াও সংক্ষেপে ইএনএফএফ নামে পরিচিত) হচ্ছে ইরিত্রিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে।[3][4] এই সংস্থার সদর দপ্তর ইরিত্রিয়ার রাজধানী আসমারায় অবস্থিত।

ইরিত্রিয় জাতীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৯৬ (1996)[1]
সদর দপ্তরআসমারা, ইরিত্রিয়া
ফিফা অধিভুক্তি১৯৯৮[1]
ক্যাফ অধিভুক্তি১৯৯৬ (অস্থায়ী সদস্য)[2]
১৯৯৮
সভাপতি এসায়াস আব্রাহাম
সহ-সভাপতি নেগাশ তেকলিত নেগাসি
ওয়েবসাইটenffonline.com

এই সংস্থাটি ইরিত্রিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইরিত্রিয় প্রিমিয়ার লীগ এবং ইরিত্রিয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইরিত্রিয় জাতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এসায়াস আব্রাহাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মেহারি তেসফাই হিদ্রু।

কর্মকর্তা

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিএসায়াস আব্রাহাম
সহ-সভাপতিনেগাশ তেকলিত নেগাসি
সাধারণ সম্পাদকমেহারি তেসফাই হিদ্রু
কোষাধ্যক্ষবেরহানে ফেসাহায়ে
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকইয়ারেদ আন্দেরব্রহান
প্রযুক্তিগত পরিচালকদানিয়েল ইয়োহানেস
ফুটসাল সমন্বয়কারীআলেক্সান্দার তেসফাই
জাতীয় দলের কোচ (পুরুষ)আলেমসেঘেদ এফ্রেম
জাতীয় দলের কোচ (নারী)আলেমসেঘেদ এফ্রেম
রেফারি সমন্বয়কারীমেন্সুর মেরুফ

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০
  2. "FIFA President not to stand for re-election in 1998"FIFA। ১৯৯৬-১২-০৭। ২০১৪-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২২
  3. "Eritrean National Football Federation (ENFF)"। Confederation of African Football। সংগ্রহের তারিখ নভেম্বর ২৮, ২০১২
  4. "Eritrea on FIFA.com"। FIFA। নভেম্বর ১, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৮, ২০১২

বহিঃসংযোগ

টেমপ্লেট:ইরিত্রিয়া-এ ফুটবল টেমপ্লেট:ইরিত্রিয় জাতীয় ফুটবল ফেডারেশন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.