ইরানের প্রদেশসমূহ

ইরান ৩০টি প্রদেশে বিভক্ত। ফার্সি ভাষায় এগুলির নাম ওস্তন (استان ostān ওস্তান, বহুবচনে استان‌ها ওস্তন্‌হা)। প্রতিটি প্রদেশ একটি স্থানীয় (সাধারণত বৃহত্তম) শহর থেকে শাসিত হয়, যাকে প্রদেশটির রাজধানী (ফার্সি ভাষায়: مرکز মার্কাজ) বলা হয়। প্রদেশের প্রশাসক হিসেবে থাকেন একজন গভর্নর (ফার্সি ভাষায়: استاندار ওস্তনদর), এবং তাঁকে অভ্যন্তরীণ মন্ত্রণালয় নিয়োগদান করে।

ইরানের প্রাদেশিক মানচিত্র

প্রতিটি প্রদেশ আবার অনেকগুলি অংশে বিভক্ত, যাদেরকে ফার্সি ভাষায় বলে শাহ্‌রেস্তন (شهرستان)। প্রতিটি শাহ্‌রেস্তন আবার অনেকগুলি জেলায় বিভক্ত, যেগুলিকে বাখ্‌শ বলে। ( بخش)।

একেকটি শাহ্‌রেস্তান সাধারণত একাধিক শহর (ফার্সি ভাষায়: شهر শাহ্‌র) এবং অনেক গুচ্ছগ্রাম (ফার্সি ভাষায়: دهستان দেহেস্তন) নিয়ে গঠিত। শাহ্‌রেস্তনের একটি শহরকে সাধারণত সেটির রাজধানী বা কেন্দ্রীয় শহরের মর্যাদা দেয়া হয়।

ইতিহাস

১৯৫০ সাল অবধি ইরান ১২টি প্রদেশে বিভক্ত ছিল: আর্দালান, অজারবাইজন, বালুচিস্তান, ফারস, গিলন, আরাক-ই-আজম, খোরাসন, খুজেস্তন, কেরমান, লারেস্তন, লোরেস্তন এবং মাজান্দারান।[1] ১৯৫০ সালে ইরানকে ১০টি প্রদেশে এবং তার অধীনে অনেকগুলো গভর্নরেটে ভাগ করা হয়: গিলান; মাজান্দারান; পূর্ব আজারবাইজান; পশ্চিম আজারবাইজান; কের্মানশাহ; খুজেস্তন; ফার্স; কের্মান; খোরাসন; এসফাহন। [1] ১৯৬০ হতে ১৯৮১ সাল পর্যন্ত এক এক করে অনেকগুলো গভর্নরেটকে প্রদেশে উন্নীত করা হয়। সর্বশেষ ২০০৪ সালে তৎকালীন সর্ববৃহৎ খোরাসান প্রদেশকে তিন ভাগে ভাগ করে তিনটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। [2]

তথ্যসারণি
প্রদেশ রাজধানী আয়তন (বর্গ কিমি)[3] জনসংখ্যা[4] জনঘনত্ব
(প্রতি বর্গকিলোমিটারে)
শাহ্‌রেস্তানের সংখ্যা
আর্দাবিল[5]আর্দাবিল১৭,৮০০১,২৫৭,৬২৪৭০.৭
পূর্ব আজারবাইজানতাব্‌রিজ৪৫,৬৫০৩,৫০০,১৮৩৭৬.৭১৯
পশ্চিম আজারবাইজানঊর্মিয়া[6]৩৭,৪৩৭২,৯৪৯,৪২৬৭৮.৮১৪
বুশেহর[7]বুশেহ্‌র২২,৭৪৩৮১৬,১১৫৩৫.৯
চাহার মহল ও বাখতিয়ারি[8]শাহ্‌রেকোর্দ১৬,৩৩২৮৪২,০০২৫১.৬
ফার্সশিরাজ১২২,৬০৮৪,৩৮৫,৮৬৯৩৫.৮২৩
গুইলানরাশ্‌ত১৪,০৪২২,৪১০,৫২৩১৭১.৭১৬
গোলেস্তান[9]গোর্গান২০,১৯৫১,৬৩৭,০৬৩৮১.১১১
হামেদান[10]হামাদান১৯,৩৬৮১,৭৩৮,৭৭২৮৯.৮
হর্মোজগান[11][12]বন্দর আব্বাস৭০,৬৬৯১,৩১৪,৬৬৭১৮.৬১১
ইলাম[10]ইলাম২০,১৩৩৫৪৫,০৯৩২৭.১
এসফাহন[13]এসফাহন১০৭,০২৯৪,৪৫৪,৫৯৫৪১.৬২১
কের্মানকের্মান১৮০,৮৩৬২,৪৩২,৯২৭১৩.৫১৪
কের্মানশাহ[14] কের্মানশাহ[14]২৪,৯৯৮১,৯৩৮,০৬০৭৭.৫১৩
উত্তর খোরাসান[15]বোজনোউর্দ২৮,৪৩৪৭৮৬,৯১৮২৭.৭
রাজাভি খোরাসান[15]মাশহাদ১৪৪,৬৮১৫,২০২,৭৭০৩৬.০১৯
দক্ষিণ খোরাসান[15]বিরজান্দ৬৯,৫৫৫৫১০,২১৮৭.৩
খুজেস্তানআহ্‌ওয়াজ৬৪,০৫৫৪,৩৪৫,৬০৭৬৭.৮১৮
কোহকিলুয়েহ ও বুইয়ার আহমাদ[16][17]ইয়াসুজ১৫,৫০৪৬৯৫,০৯৯৪৪.৮
কুর্দিস্তান[18]সানান্দাজ২৯,১৩৭১,৫৭৪,১১৮৫৪.০
লোরেস্তান[16]খোর্‌রামাবাদ২৮,২৯৪১,৭৫৮,৬২৮৬২.২
মার্কাজি[13][19]আরাক২৯,১৩০১,৩৬১,৩৯৪৪৬.৭১০
মাজান্দারানসারি২৩,৭০১২,৮১৮,৮৩১১১৮.৯১৫
কাজভিন[20]কাজভিন১৫,৫৪৯১,১৬৬,৮৬১৭৫.০
কোম[21]কোম১১,৫২৬১,০৬৪,৪৫৬৯২.৪
সেম্‌নান[13][19]সেম্‌নান৯৭,৪৯১৫৮৯,৫১২৬.০
সিস্তান ও বালুচিস্তান[22] জাহেদান১৮১,৭৮৫২,২৯০,০৭৬১২.৬
তেহরান[23] তেহরান১৮,৮১৪১২,১৫০,৭৪২৬৪৫.৮১৩
ইয়াজ্‌দ্‌[8][24]ইয়াজ্‌দ্‌১২৯,২৮৫৯৫৮,৩১৮৭.৪১০
জান্‌জান[13][18]জান্‌জান২১,৭৭৩৯৭০,৯৪৬৪৪.৬
ইরানতেহরান১,৬২৮,৫৫৪৬৮,৪৬৭,৪১৩৪২.০৩২৪

টীকা ও তথ্যসূত্র

  1. Gwillim Law, Statoids website। ""Provinces of Iran""। সংগ্রহের তারিখ ২০০৬-০৪-৩০
  2. Online edition, Al-Jazeera Satellite Network। ""Iran breaks up largest province""। ২০০৬-০৫-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৪-৩০
  3. Statistical Centre, Government of Iran। ""General Characteristics of Ostans according to their administrative divisions at the end of 1383 (2005 CE)""। সংগ্রহের তারিখ ২০০৬-০৪-৩০
  4. Statistical Centre, Government of Iran। ""Population estimation by urban and rural areas, 2005""। সংগ্রহের তারিখ ২০০৬-০৪-৩০
  5. ১৯৯৩ সাল পর্যন্ত আর্দাবিল প্রদেশটি পূর্ব আজারবাইজান প্রদেশের অংশ ছিল।
  6. ১৯৭৯ পর্যন্ত ঊর্মিয়া শহরটি রেজাইয়েহ নামে পরিচিত ছিল।
  7. পূর্বে ফার্স প্রদেশের অংশ ছিল। ১৯৭৭ সাল পর্যন্ত প্রদেশটি খালিজ-এ ফার্স নামে পরিচিত ছিল।.
  8. পূর্বে এসফাহন প্রদেশের অংশ ছিল।
  9. ৩১শে মে, ১৯৯৫-এ আলিয়াবাদ, গোনবাদ-এ-কাভুস, গোর্গান, কোর্দ্‌কুই, মিনুদাশ্‌ত এবং তোর্কামান শাহ্‌রেস্তানগুলি মাজান্দারান প্রদেশ থেকে পৃথক করে গোলেস্তান প্রদেশ গঠন করা হয়।
  10. পূর্বে কের্মানশাহ প্রদেশের অন্তর্ভুক্ত ছিল।
  11. পূর্বে কের্মান প্রদেশের অংশ ছিল। ১৯৭৭ সাল পর্যন্ত প্রদেশটি "বানাদের ওয়া জাজাইয়ের-এ বাহ্‌র-এ ওমান" অর্থাৎ ওমান সাগরের বন্দর ও দ্বীপসমূহ নামে পরিচিত ছিল।
  12. হোর্মোহগান প্রদেশের মধ্যে আছে অনেকগুলি দ্বীপ যেমন কেশ্‌ম, লাভান, কিশ ও হর্মোজ। এছাড়াও আছে আবু মুসা দ্বীপ যেটি ইরান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ শাসনাধীন।
  13. ১৯৮৬ সালে মার্কাজি প্রদেশের কিছু অংশ এসফাহন, সেমনান ও জানজান প্রদেশে স্থানান্তর করা হয়।
  14. ১৯৭৯ ও ১৯৯৫ সালের মধ্যবর্তী সময়ে কের্মানশাহ প্রদেশ ও এর রাজধানী উভয়েই বাখতারান নামে পরিচিত ছিল।
  15. ২৯শে সেপ্টেম্বর, ২০০৪ তারিখে খোরাসান প্রদেশকে ভেঙে তিনটি প্রদেশ তৈরি করা হয়। এগুলি হল উত্তর খোরাসান, রাজাভি খোরাসান এবং দক্ষিণ খোরাসান।
  16. পূর্বে খুজেস্তান প্রদেশের অংশ ছিল
  17. ১৯৯০ সাল পর্যন্ত এই প্রদেশটি বোউইর আহমাদি ও কোহকিলুইয়েহ প্রদেশ" নামে পরিচিত ছিল।
  18. পূর্বে গিলান প্রদেশের অংশ ছিল
  19. পূর্বে মাজান্দারান প্রদেশের অংশ ছিল।
  20. ৩১শে ডিসেম্বর, ১৯৯৬ তারিখে কাজভিন ও তাকেস্তান শাহ্‌রেস্তানগুলিকে জানজান প্রদেশ থেকে আলাদা করে কাজভিন প্রদেশ গঠন করা হয়।
  21. ১৯৯৫ সাল পর্যন্ত কোম তেহরান প্রদেশের একটি শাহ্‌রেস্তান ছিল।
  22. ১৯৮৬ সাল পর্যন্ত এটি বালুচিস্তান ও সিস্তান প্রদেশ নামে পরিচিত ছিল।
  23. ১৯৮৬ সাল পর্যন্ত তেহরান মারকাজি প্রদেশের অংশ ছিল।
  24. ১৯৮৬ সালে কের্মান প্রদেশের অংশবিশেষ ইয়াজ্‌দ্‌ প্রদেশে স্থানান্তর করা হয়। ২০০২ সালে তাবাস শাহ্‌রেস্তানটি খোরাসান প্রদেশ থেকে সরিয়ে ইয়াজ্‌দ্‌ প্রদেশে নেয়া হয়।

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.