ইরানীয় ভাষাসমূহ
ইরানীয় ভাষাসমূহ (ইংরেজি: Iranian languages) ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের একটি শাখা। আবেস্তান ভাষা ও পশ্তু ভাষা এই শাখার প্রাচীনতম দুইটি ভাষা।
ইরানীয় | |
---|---|
ভৌগোলিক বিস্তার | দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়া |
ভাষাগত শ্রেণীবিভাগ | ইন্দো-ইউরোপীয়
|
উপবিভাগ |
|
আইএসও ৬৩৯-২/৫ | ira |
বর্তমানে প্রায় ১৫ থেকে ২০ কোটি লোক কোন একটি ইরানীয় ভাষায় কথা বলেন। [1] এসআইএল-এর করা ২০০৫ সালের প্রাক্কলন অনুযায়ী ৮৭ রকমের ইরানীয় ভাষা আছে। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষাটি হল ফার্সি ভাষা; এতে প্রায় ৭ কোটি লোক কথা বলেন। এছাড়াও পশ্তু ভাষাতে ৪ কোটি, কুর্দি ভাষাতে আড়াই কোটি, এবং বেলুচি ভাষাতে ৭০ লক্ষ লোক কথা বলেন।;এছাড়াও, তিন থেকে চার মিলিয়ন লোক আচোমে ভাষা কথা বলে।
তথ্যসূত্র
- Gordon, Raymond G., Jr. (ed.) (২০০৫)। "Report for Iranian languages"। Ethnologue: Languages of the World (Fifteenth edition সংস্করণ)। Dallas: SIL International।
গ্রন্থপঞ্জি
|
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.