ইরানি কাপ
ইরানি কাপ ভারতের একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের সূত্রপাত হয় ১৯৫৯-৬০ সাল নাগাদ, রনজি ট্রফি চ্যাম্পিয়নশিপের রজত জয়ন্তী উপলক্ষে। ১৯২৮ সালে বিসিসিআই-এর প্রতিষ্ঠাকালীন সদস্য জেড. আর. ইরানির নামে এই ট্রফির নামাঙ্কন হয় ১৯৭০ সালে।
ইরানি কাপ | |
---|---|
দেশ | ভারত |
ব্যবস্থাপক | বিসিসিআই |
খেলার ধরন | প্রথম-শ্রেণীর ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ১৯৫৯–৬০ |
শেষ টুর্নামেন্ট | ২০১৮–১৯ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২২–২৩ |
প্রতিযোগিতার ধরন | একটি ম্যাচ |
দলের সংখ্যা | ২ |
বর্তমান চ্যাম্পিয়ন | বিদর্ভ (২য় শিরোপা) |
সর্বাধিক সফল | অবশিষ্ট ভারত (২৮টি শিরোপা) |
যোগ্যতা | রঞ্জি ট্রফি |
সর্বাধিক রান | ওয়াসিম জাফর (১,২৯৪)[1] |
সর্বাধিক উইকেট | পদ্মাকর শিবালকর (৫১)[2] |
ফলাফল
নিম্নলিখিত তালিকার মাধ্যমে ইরানি কাপের মরসুমভিত্তিক ফলাফলকে তুলে ধরা হয়েছে:[3]
মৌসুম | বিজয়ী | ফলাফল | বিপক্ষ | মাঠ |
---|---|---|---|---|
১৯৫৯-৬০ | বোম্বে | ১ম ইনিংসের লিড | অবশিষ্ট ভারত | ফিরোজ শাহ কোটলা |
১৯৬০-৬১ | অনুষ্ঠিত হয়নি | |||
১৯৬২-৬৩ | বোম্বে | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | ব্রেবোর্ন স্টেডিয়াম |
১৯৬৩-৬৪ | বোম্বে | ১০৯ রানে জয়ী | অবশিষ্ট ভারত | নীলম সঞ্জীব রেড্ডি স্টেডিয়াম |
১৯৬৪-৬৫ | অনুষ্ঠিত হয়নি | |||
১৯৬৫-৬৬ | বোম্বে / অবশিষ্ট ভারত (ভাগাভাগি) | জওহরলাল নেহরু স্টেডিয়াম (চেন্নাই) | ||
১৯৬৬-৬৭ | অবশিষ্ট ভারত | ৬ উইকেট | বোম্বে | ইডেন গার্ডেনস |
১৯৬৭-৬৮ | বোম্বে | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | ব্রেবোর্ন স্টেডিয়াম |
১৯৬৮-৬৯ | অবশিষ্ট ভারত | ১১৯ রানে জয়ী | বোম্বে | ব্রেবোর্ন স্টেডিয়াম |
১৯৬৯-৭০ | বোম্বে | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | পুনে ক্লাব গ্রাউন্ড |
১৯৭০-৭১ | বোম্বে | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | ইডেন গার্ডেনস |
১৯৭১-৭২ | অবশিষ্ট ভারত | ১১৯ রানে জয়ী | বোম্বে | ব্রেবোর্ন স্টেডিয়াম |
১৯৭২-৭৩ | বোম্বে | ২২০ রানে জয়ী | অবশিষ্ট ভারত | নেহরু স্টেডিয়াম, পুনে |
১৯৭৩-৭৪ | অবশিষ্ট ভারত | ১ম ইনিংস লিড | বোম্বে | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
১৯৭৪-৭৫ | কর্ণাটক | ১ম ইনিংসে লিড | অবশিষ্ট ভারত | সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ |
১৯৭৫-৭৬ | বোম্বে | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড |
১৯৭৬-৭৭ | বোম্বে | ১০ উইকেট | অবশিষ্ট ভারত | ফিরোজ শাহ কোটলা |
১৯৭৭-৭৮ | অবশিষ্ট ভারত | ইনিংস এবং ১৬৮ রান | বোম্বে | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
১৯৭৮-৭৯ | অবশিষ্ট ভারত | ৯ উইকেট | কর্ণাটক | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
১৯৭৯-৮০ | অনুষ্ঠিত হয়নি | |||
১৯৮০-৮১ | দিল্লি | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | ফিরোজ শাহ কোটলা |
১৯৮১-৮২ | বোম্বে | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | নেহরু স্টেডিয়াম, ইন্দোর |
১৯৮২-৮৩ | অবশিষ্ট ভারত | ৫ উইকেট | দিল্লি | ফিরোজ শাহ কোটলা |
১৯৮৩-৮৪ | কর্ণাটক | ১ম ইনিংসে লিড | অবশিষ্ট ভারত | মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ড |
১৯৮৪-৮৫ | অবশিষ্ট ভারত | ৪ উইকেট | বোম্বে | ফিরোজ শাহ কোটলা |
১৯৮৫-৮৬ | বোম্বে | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড |
১৯৮৬-৮৭ | অবশিষ্ট ভারত | ইনিংস এবং ২৩২ রান | দিল্লি | বরকতুল্লাহ খান স্টেডিয়াম |
১৯৮৭-৮৮ | হায়দ্রাবাদ | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | জিমখানা মাঠ, সেকেন্দ্রাবাদ |
১৯৮৮-৮৯ | তামিলনাড়ু | ৩ উইকেট | অবশিষ্ট ভারত | এমএ চিদাম্বরম স্টেডিয়াম |
১৯৮৯-৯০ | দিল্লি | ৩০৯ রান | অবশিষ্ট ভারত | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
১৯৯০-৯১ | অবশিষ্ট ভারত | ১ম ইনিংস লিড | বাংলা | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
১৯৯১-৯২ | হরিয়ানা | ৪ উইকেট | অবশিষ্ট ভারত | নাহার সিং স্টেডিয়াম |
১৯৯২-৯৩ | অবশিষ্ট ভারত | ইনিংস এবং ১২২ রান | দিল্লি | ফিরোজ শাহ কোটলা |
১৯৯৩-৯৪ | অবশিষ্ট ভারত | ১৮১ রান | পাঞ্জাব | পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম |
১৯৯৪-৯৫ | বোম্বে | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
১৯৯৫-৯৬ | বোম্বে | ৯ উইকেট | অবশিষ্ট ভারত | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
১৯৯৬-৯৭ | কর্ণাটক | ৫ উইকেট | অবশিষ্ট ভারত | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
১৯৯৭-৯৮ | মুম্বাই | ৫৪ রান | অবশিষ্ট ভারত | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
১৯৯৮-৯৯ | কর্ণাটক | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
১৯৯৯-০০ | অবশিষ্ট ভারত | ইনিংস এবং ৬০ রান | কর্ণাটক | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
২০০০-০১ | অবশিষ্ট ভারত | ১০ উইকেট | মুম্বাই | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
২০০১-০২ | অবশিষ্ট ভারত | ৬ উইকেট | বরোদা | বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড |
২০০২-০৩ | রেলওয়ে | ৫ উইকেট | অবশিষ্ট ভারত | কারনাইল সিং স্টেডিয়াম |
২০০৩-০৪ | অবশিষ্ট ভারত | ৩ উইকেট | মুম্বাই | এমএ চিদাম্বরম স্টেডিয়াম |
২০০৪-০৫ | অবশিষ্ট ভারত | ২৯০ রান | মুম্বাই | পাঞ্জাব ক্রিকেট সংস্থা আইএস বিন্দ্রা স্টেডিয়াম |
২০০৫-০৬ | রেলওয়ে | ৯ উইকেট | অবশিষ্ট ভারত | কারনাইল সিং স্টেডিয়াম |
২০০৬-০৭ | অবশিষ্ট ভারত | ৯ উইকেট | উত্তর প্রদেশ | বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড |
২০০৭-০৮ | অবশিষ্ট ভারত | ৯ উইকেট | মুম্বাই | মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ড |
২০০৮-০৯ | অবশিষ্ট ভারত | ১৮৭ রান | দিল্লি | রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম |
২০০৯-১০ | অবশিষ্ট ভারত | ১ম ইনিংস লিড | মুম্বাই | বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম |
২০১০-১১ | অবশিষ্ট ভারত | ৩৬১ রান | মুম্বাই | সাওয়াই মানসিংহ স্টেডিয়াম |
২০১১-১২ | অবশিষ্ট ভারত | ৪০৪ রান | রাজস্থান | সাওয়াই মানসিংহ স্টেডিয়াম |
২০১২-১৩ | অবশিষ্ট ভারত | ইনিংস এবং ৭৯ রান | রাজস্থান | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
২০১৩ | অবশিষ্ট ভারত | ১ম ইনিংস লিড | মুম্বাই | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
২০১৩-১৪ | কর্ণাটক | ইনিংস এবং ২২২ রান | অবশিষ্ট ভারত | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
২০১৪-১৫ | কর্ণাটক | ২৪৬ রান | অবশিষ্ট ভারত | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
২০১৫-১৬ | অবশিষ্ট ভারত | ৪ উইকেট | মুম্বাই | ব্রেবোর্ন স্টেডিয়াম |
২০১৬-১৭ | অবশিষ্ট ভারত | ৬ উইকেট | গুজরাট | ব্রেবোর্ন স্টেডিয়াম |
২০১৭-১৮ | বিদর্ভ | ১ম ইনিংসের লিড | অবশিষ্ট ভারত | বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম |
২০১৮-১৯ | বিদর্ভ | ১ম ইনিংস লিড | অবশিষ্ট ভারত | বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম |
২০১৯–২০ | অবশিষ্ট ভারত | ৮ উইকেটে জয়ী | সৌরাষ্ট্র | সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট |
২০২০-২১ | অনুষ্ঠিত হয়নি |
দল অনুযায়ী
দল | উপস্থিতি | জয় | হার | ড্র | শেষ জয় | শেষ উপস্থিতি |
---|---|---|---|---|---|---|
অবশিষ্ট ভারত | ৫৭ | ২৪ | ২৫ | ৮ | ২০২২ | ২০২২ |
মুম্বাই (বোম্বে) | ২৯ | ১২ | ১২ | ৫ | ১৯৯৭ | ২০১৬ |
কর্ণাটক | ৮ | ৬ | ২ | ০ | ২০১৪ | ২০১৫ |
দিল্লি | ৬ | ২ | ৪ | ০ | ১৯৮৯ | ২০০৮ |
রেলওয়ে | ২ | ২ | ০ | ০ | ২০০৫ | ২০০৫ |
বিদর্ভ | ২ | ০ | ০ | ২ | - | ২০১৯ |
রাজস্থান | ২ | ০ | ২ | ০ | - | ২০১২ |
হায়দ্রাবাদ | ১ | ১ | ০ | ০ | ১৯৮৭ | ১৯৮৭ |
তামিলনাড়ু | ১ | ১ | ০ | ০ | ১৯৮৮ | ১৯৮৮ |
হরিয়ানা | ১ | ১ | ০ | ০ | ১৯৯১ | ১৯৯১ |
বাংলা | ১ | ০ | ০ | ১ | - | ১৯৯০ |
পাঞ্জাব | ১ | ০ | ১ | ০ | - | ১৯৯৩ |
বরোদা | ১ | ০ | ১ | ০ | - | ২০০১ |
উত্তর প্রদেশ | ১ | ০ | ১ | ০ | - | ২০০৬ |
গুজরাট | ১ | ০ | ১ | ০ | - | ২০১৭ |
তথ্যসূত্র
- "Records | Irani Cup (Irani Trophy) | Most Runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- "Records | Irani Cup (Irani Trophy) | Most Wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- "Irani Trophy"।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.