ইরাকের জাতীয় পতাকা
ইরাকের পতাকা (আরবি: علم العراق) আরব মুক্তির পতাকার মত তিনটি সমান অনুভূমিক লাল, সাদা এবং কালো ডোরা অন্তর্ভুক্ত, যার কেন্দ্রে কুফিক লিপিতে লেখা তাকবীর ʾআল্লাহু আকবার ( ٱللَّٰهُ أَكْبَرُ ), যার অর্থ "আল্লাহ সর্বশ্রেষ্ঠ"। [1][2]
এই মৌলিক ত্রিবর্ণটি ৩১ জুলাই ১৯৬৩ সালে গ্রহণের পর থেকে ব্যবহার করা হচ্ছে, কেন্দ্রীয় সাদা ডোরায় সবুজ প্রতীকে বেশ কয়েকটি পরিবর্তন সহ; ২২ জানুয়ারী ২০০৮ তারিখে গৃহীত সবচেয়ে সাম্প্রতিক সংস্করণটিতে তাকবীর গাঢ় সবুজ রঙের করা হয়েছে।
১৯৬৩ এবং ২০০৮ এর মধ্যে পতাকায় তিনটি সবুজ তারা ছিল, ২০০৮ সাল থেকে তারাগুলি সরানো হয়েছে। [3]
তথ্যসূত্র
- nationsonline.org, klaus kästle-। "Islamic world, countries with a cultural Islamic population - Nations Online Project"। www.nationsonline.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৬।
- Engber, Daniel (২০০৬-০৯-১২)। "Why do Muslims say, "God is great?""। Slate Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৬।
- "Evolution of the Iraqi Flag"। www.fotw.info। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.