ইয়োহান বার্নুয়ি
ইয়োহান বার্নুয়ি (জুলাই ২৭, ১৬৬৭ - জানুয়ারি ১, ১৭৪৮) ছিলেন একজন সুইস গণিতবিদ। তিনি বার্নুয়ি পরিবারের কয়েকজন গণিতবিদদের মধ্যে অন্যতম। তিনি ইয়াকপ বার্নুয়ির ভাই এবং দানিয়েল বার্নুয়ির পিতা। তিনি তার শূন্যসন্নিকর্ষী ক্যালকুলাসের জন্য প্রসিদ্ধ।
- ইয়োহান নামের পরিবারের অন্য সদস্যদের জন্য, দেখুন বার্নুয়ি পরিবার।
ইয়োহান বার্নুয়ি | |
---|---|
জন্ম | বাসেল, সুইজারল্যান্ড | ৬ আগস্ট ১৬৬৭
মৃত্যু | ১ জানুয়ারি ১৭৪৮ ৮০) বাসেল, সুইজারল্যান্ড | (বয়স
জাতীয়তা | সুইস |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব বাসেল |
পরিচিতির কারণ | ইনফিনিটেসিমাল ক্যালকুলাস উদ্ভাবন ক্যাটেনারি সমাধান বার্নুয়িজ রুল বার্নুয়িজ আইডেন্টিটি |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিতবিদ |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব গ্রোনিঙ্গেন ইউনিভার্সিটি অব বাসেল |
ডক্টরাল উপদেষ্টা | ইয়াকপ বার্নুয়ি |
অন্যান্য শিক্ষায়তনিক উপদেষ্টা | নিকোলাস ইগলিঙ্গার |
ডক্টরাল শিক্ষার্থী | দানিয়েল বার্নুয়ি লেওনার্ড অয়লার ইয়োহান সামুয়েল কনিগ পিঁয়ের লুই মপের্তু |
অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষার্থী | গিয়্যোম দ্য লোপিতাল |
টীকা | |
ইয়াকপ বার্নুয়ির ভাই, এবং দানিয়েল বার্নুয়ির পিতা। |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.