ইয়োহান ইয়োহানসন
ইয়োহান গুনার ইয়োহানসন (১৯ সেপ্টেম্বর ১৯৬৯ - ৯ ফেব্রুয়ারি ২০১৮) ছিলেন একজন আইসল্যান্ডীয় সুরকার। তিনি মঞ্চ, নৃত্য, টেলিভিশন ও চলচ্চিত্রে বিভিন্ন ধারার সুর সৃষ্টি করেছেন। তার কাজের ধরনে ঐতিহ্যবাহী ঐকতান বাদকদলের সাথে সমকালীন ইলেকট্রনিক উপাদানের মিশ্রণ পাওয়া যায়।[1]
ইয়োহান ইয়োহানসন | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | ইয়োহান গুনার ইয়োহানসন |
জন্ম | রেইকিয়াভিক, আইসল্যান্ড | ১৯ সেপ্টেম্বর ১৯৬৯
মৃত্যু | ৯ ফেব্রুয়ারি ২০১৮ ৪৮) বার্লিন, জার্মানি | (বয়স
পেশা | সুরকার, প্রযোজক, পরিচালক |
বাদ্যযন্ত্র | |
কার্যকাল | ১৯৮৭–২০১৮ |
লেবেল |
|
ওয়েবসাইট | johannjohannsson |
ইয়োহান ২০০২ সাল থেকে একক অ্যালবাম প্রকাশ করে আসছেন। ২০১৬ সালে তিনি ডয়েচে গ্রামোফোনের সাথে চুক্তিবদ্ধ হন এবং এই কোম্পানি থেকে তার শেষ একক অ্যালবাম ওরফি প্রকাশ করেন। চলচ্চিত্রে তার কয়েকটি উল্লেখযোগ্য কাজ হল দ্যনি ভিলনোভের প্রিজনার্স (২০১৩), সিকারিও (২০১৫) ও অ্যারাইভাল (২০১৬) এবং জেমস মার্শের দ্য থিওরি অব এভরিথিং (২০১৪)। তিনি দ্য থিওরি অব এভরিথিং ও সিকারিও চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন;[2][3] এবং প্রথমটির জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[4] তিনি ড্যারেন আরোনোফস্কির মাদার! (২০১৭) চলচ্চিত্রের সঙ্গীত ও শব্দ উপদেষ্টা ছিলেন। তার সুরারোপিত ম্যারি ম্যাগডালেন ও ম্যান্ডি চলচ্চিত্র দুটি তার মৃত্যুর পর মুক্তি পায়।
তার পরিচালিত একমাত্র চলচ্চিত্র লাস্ট অ্যান্ড ফার্স্ট মেন তার মৃত্যুর দুই বছর পর ৭০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
চলচ্চিত্রের তালিকা
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | দেশ |
---|---|---|
২০০২ | মাদুর এইন্স ওগ এগ | আইসল্যান্ড |
২০০৪ | দিস | আইসল্যান্ড |
২০০৬ | ব্লোদবোন্দ | আইসল্যান্ড |
২০১৩ | প্রিজনার্স | মার্কিন যুক্তরাষ্ট্র |
২০১৪ | আই অ্যাম হিয়ার | ডেনমার্ক |
দ্য থিওরি অব এভরিথিং | মার্কিন যুক্তরাষ্ট্র | |
২০১৫ | সিকারিও | মার্কিন যুক্তরাষ্ট্র |
২০১৬ | অ্যারাইভাল | মার্কিন যুক্তরাষ্ট্র |
লাভসং | মার্কিন যুক্তরাষ্ট্র | |
২০১৭ | মাদার! | মার্কিন যুক্তরাষ্ট্র |
ব্লেড রানার ২০৪৯ | মার্কিন যুক্তরাষ্ট্র | |
২০১৮ | ম্যান্ডি | মার্কিন যুক্তরাষ্ট্র |
ম্যারি ম্যাগডালেন | মার্কিন যুক্তরাষ্ট্র | |
তথ্যসূত্র
- "Jóhann Jóhannsson, Oscar-Nominated Composer, Dies at 48"। বিলবোর্ড। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
- "Oscar Nominations 2015: Full List"। ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
- "Oscar Nominations: Complete List"। ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
- "Golden Globe Winners 2015: Complete List"। ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইয়োহান ইয়োহানসন (ইংরেজি)
- টাচ মিউজিকে জীবনী
- Kitchen Motors.com, Johann Johannsson's record label
- Beggars.com-এ জীবনী, ডিস্কোগ্রাফি ও প্রচারণামূলক চিত্রাবলি