ইয়েমেনের মসজিদের তালিকা
এই তালিকাটি ইয়েমেনের মসজিদের তালিকা।
নাম | ছবি | অবস্থান | বছর/শতাব্দী | মন্তব্য |
---|---|---|---|---|
আয়দ্রুস মসজিদ | অ্যাডেন | পঞ্চদশ শতাব্দীর শেষে বা ষষ্ঠাদশ শতাব্দীর শুরুতে[1] | ||
আলানসার মসজিদ | সানা | ? | ||
আলবোলাইলি মসজিদ | সানা | ? | ||
আলেমান মসজিদ | সানা | ? | ||
আশরাফিয়া মসজিদ | তাইজ | ১২৭৫ | ||
আল-বাকিরিয়া মসজিদ | সানা | ১৫৯৬-১৫৯৭ | পুরনো শহর সানা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ।[2] | |
সানার গ্রেট মসজিদ | সানা | সপ্তম-অষ্টম শতাব্দী[3] | পুরনো শহর সানা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ।[2] | |
যাবিদের গ্রেট মসজিদ | যাবিদ | ৬২৮ | ইসলামের ইতিহাসে নির্মিত ৫ম মসজিদ। ঐতিহাসিক শহর যাবিদ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ।[4] | |
আল-হাদী মসজিদ | সাদাহ | ৮৯৭ | ||
হ্যানথেল মসজিদ | সানা | ? | ||
জেন্নাদ মসজিদ | তাইজ | সপ্তম শতাব্দী | ||
আল-খায়ের মসজিদ | সানা | ? | ||
আল-মাহদী মসজিদ | সানা | ১৬৫১ | পুরনো শহর সানা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ।[2] | |
মুদাফফর মসজিদ | তাইজ | ত্রয়োদশ শতাব্দী | ||
আল-মুহধার মসজিদ | তারিম | ১৯১৪ | এর মিনারটি ৫৩ মিটার (১৭৪ ফুট) যা ইয়েমেনে সবচেয়ে উঁচু মিনার। | |
কুব্বাত বাইত আজ-জুম মসজিদ | জিবলা | ? | ||
কুইন আরওয়া মসজিদ | জিবলা | ১১১১ | ||
সাদা মসজিদ | সাদাহ | ? | ||
আল সালেহ মসজিদ | সানা | ২০০৮ | ||
তালহা মসজিদ | তাইজ | ১৬২০[5] | ||
আল শোহাদা মসজিদ | সানা | ? | ||
আল তাওহীদ মসজিদ | সানা | ? | ||
আরও দেখুন
- সানার মসজিদের তালিকা
- ইয়েমেনে ইসলাম
- মসজিদের তালিকা
তথ্যসূত্র
- Stanley Gibbons Ltd. Stanley Gibbons' Simplified Stamp Catalogue; 24th ed., 1959. London: Stanley Gibbons Ltd.' p. 1
- Centre, UNESCO World Heritage। "Old City of Sana'a"। UNESCO World Heritage Centre (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২০।
- "Old City of Sana'a"। UNESCO Organization। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২০।
- Centre, UNESCO World Heritage। "Historic Town of Zabid"। UNESCO World Heritage Centre (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২০।
- "Mosque and Hammam Al-Mudhaffar"। World Monuments Fund। ২০১২। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২০।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ইয়েমেনের মসজিদের তালিকা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.