ইয়েকাতেরিনবুর্গ মেট্রো
ইয়েকাতেরিনবার্গ মেট্রো (রুশ: Екатеринбу́ргский Метрополите́н) রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরকে সেবা প্রদানকারী দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। মেট্রোটি ১৯৯১ সালের ২৬শে এপ্রিল চালু হয়। এটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের ত্রয়োদশ এবং সর্বশেষ নির্মিত পাতালরেল ব্যবস্থা। এটির রেলপথের মোট দৈর্ঘ্য ১২.৭ কিলোমিটার (৭.৯ মা)[1]। এটিতে ৯টি বিরতিস্থল বা স্টেশন আছে এবং প্রতিদিন প্রায় ১ লক্ষ ৩০ হাজার যাত্রী এটি ব্যবহার করেন।[1]
ইয়েকাতেরিনবুর্গ মেট্রো | |
---|---|
| |
তথ্য | |
অবস্থান | ইয়েকাতেরিনবুর্গ, রাশিয়া |
ধরন | দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা |
লাইনের সংখ্যা | ১ |
বিরতিস্থলের সংখ্যা | ৯ |
দৈনিক যাত্রীসংখ্যা | ১,৩০,০০০ (দৈনিক গড়, ২০১২)[1] |
কাজ | |
কাজ শুরু | ১৯৯১ |
প্রযুক্তি | |
লাইনের দৈর্ঘ্য | ১২.৭ কিমি (৭.৯ মা) [1] |
গতিপথ গেজ | ১,৫২৪ মিলিমিটার (৫ ফুট) |
তথ্যসূত্র
- МЕТРОПОЛИТЕНЫ РОССИИ за 2012 год [METROS of Russia in 2012]। Новосибирский метрополитен (Russian ভাষায়)। Novosibirsk metro। ২০১২। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.