ইয়াসির শাহ

ইয়াসির শাহ (পশতু: یاسر شاه; জন্ম: ২ মে, ১৯৮৬) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবি জেলায়[1] জন্মগ্রহণকারী পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ইয়াসির মূলতঃ লেগ ব্রেক স্পিন, ফ্লিপার ও গুগলি বোলিং করে থাকেন।[2] এছাড়াও তিনি ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী।

ইয়াসির শাহ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইয়াসির শাহ
জন্ম (1986-05-02) ২ মে ১৯৮৬
সোয়াবি, খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান
ডাকনামস্পিনের শাহ, ফিফার শাহ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাবোলার
সম্পর্কজুনায়েদ খান (চাচাতো ভাই)
ফাওয়াদ আহমেদ (চাচাতো ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র ওডিআই১৪ সেপ্টেম্বর ২০১১ বনাম জিম্বাবুয়ে
ওডিআই শার্ট নং৮৬
টি২০আই অভিষেক
(ক্যাপ ৪৪)
১৬ সেপ্টেম্বর ২০১১ বনাম জিম্বাবুয়ে
শেষ টি২০আই১৮ সেপ্টেম্বর ২০১১ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বহিঃএকাদশ
২০১১-বর্তমানখাইবার-পাখতুনখোয়া ক্রিকেট দল
২০১০সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড
২০০৮-বর্তমানঅ্যাবোটাবাদ রাইনোজ
২০০১-২০০৯পাকিস্তান কাস্টমস
২০১৬-বর্তমানলাহোর কালান্দার্স
২০১৫-বর্তমানঢাকা ডায়নামাইটস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ১৩ ১২ ৯০
রানের সংখ্যা ১৬৬ ৫৫ ১১ ১,৭৪৫
ব্যাটিং গড় ১০.৪৬ ১৩.৭৫ ১৬.৬১
১০০/৫০ ০/০ -/- -/- ০/৬
সর্বোচ্চ রান ৩০ ৩২* ১১* ৭১
বল করেছে ৩৬৮২ ৫৮২ ২৪ ১৭,৮৮৩
উইকেট ৮৬ ১৬ ৩৬১
বোলিং গড় ২৪.১৭ ৩০.৬৮ ২৪.৯২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/৭৬ ৬/২৬ -/- ৭/৭৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/- ৪/- ৪/- ৩৮/-
উৎস: ক্রিকইনফো, ১৯ জুলাই ২০১৬

খেলোয়াড়ী জীবন

১৪ সেপ্টেম্বর, ২০১১ তারিখে জিম্বাবুয়ে সফরে অনুষ্ঠিত তৃতীয় একদিনের আন্তর্জাতিকে অভিষিক্ত হন। খেলায় ১০ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দাউইকেট-রক্ষক তাতেন্দা তাইবু'র উইকেট পান।[3]

২২ অক্টোবর, ২০১৪ তারিখে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টেস্ট খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তার।[4] ঐ টেস্ট সিরিজে লেগ স্পিন যাদুকর শেন ওয়ার্নের কাছ থেকে আশীর্বাদ পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরে পাকিস্তানি বোলারদের মধ্যে দ্রুততম সময়ে ৫০-উইকেট পান।

২০১৫ সালের বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক জানুয়ারি, ২০১৫ সালে নিষিদ্ধ ঘোষিত অফ-স্পিনার সাঈদ আজমলের পরিবর্তে তাকে অন্তর্ভুক্ত করা হয়।

ঘরোয়া ক্রিকেট

ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে খাইবার-পাখতুনখোয়া ক্রিকেট দল, অ্যাবোটাবাদ রাইনোজ, পাকিস্তান কাস্টমস ক্রিকেট দল ও সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের পক্ষে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও, পাকিস্তান এ-ক্রিকেট দলের পক্ষেও ক্রিকেট খেলেছেন ইয়াসির।[1]

অর্জনসমূহ

১৮ জুলাই, ২০১৬ তারিখে আইসিসি প্রণীত র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১নং টেস্ট বোলার হিসেবে তালিকাভূক্ত হন।[5] তিনি ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে হটিয়ে এ সাফল্য পান। ২০০৫ সালে অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্ন এবং ডিসেম্বর, ১৯৯৬ সালে মুশতাক আহমেদের পর এ তালিকার শীর্ষস্থানে আসেন।

তথ্যসূত্র

  1. "Yasir Shah"Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১১
  2. Cricket: Honley recruit leg-spinner to plug the gap left by county prospect Craddock The Huddersfield Daily Examiner 23 July 2011. Retrieved 05 September 2013
  3. Pakistan vs Zimbabwe ODI no. 3194 Cricinfo 14 September 2011. Retrieved 14 September 2011
  4. "Australia tour of United Arab Emirates, 1st Test: Australia v Pakistan at Dubai (DSC), Oct 22–26, 2014"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৪
  5. "Yasir Shah first legspinner in 11 years to be ranked No. 1"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.