ইয়ারেন জেলা
ইয়ারেন (প্রাক্তন মাকুয়া) প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নাউরুর একটি জেলা। নাউরুর কোন প্রতিষ্ঠিত রাজধানী না থাকলে ইয়ারেনকেই কার্যত রাজধানী হিসেবে গণ্য করা হয়।[1]
ইয়ারেন | |
---|---|
জেলা | |
নাউরুতে ইয়ারেন জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ০°৩২′৫১.৭২″ দক্ষিণ ১৬৬°৫৫′১৫.১২″ পূর্ব | |
দেশ/রাষ্ট্র | নাউরু |
নির্বাচনী এলাকা | ইয়ারেন |
আয়তন | |
• মোট | ১.৫ বর্গকিমি (০.৬ বর্গমাইল) |
উচ্চতা | ২৫ মিটার (৮২ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭৪৭ |
• জনঘনত্ব | ৪৯৮/বর্গকিমি (১,২৯০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ইউটিসি+১২:০০ (ইউটিসি+১২:০০) |
আঞ্চলিক কোড | +৬৭৪ |
জলবায়ু | Af |
ইতিহাস
ইয়ারেন জেলাটিকে ১৯৬৮ সালে সৃষ্টি করা হয়। এর আদি নাম ছিল মাকুয়া। মাকুয়া নামটি একটি ভূগর্ভস্থ সুপেয় পানির হ্রদের নাম থেকে এসেছে। এই হ্রদটি নাউরুর জনগণের সুপেয় পানির প্রধান উৎস।[2]
ভূগোল
ইয়ারেন জেলাটি নাউরু দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর আয়তন প্রায় ১.৫ বর্গকিলোমিটার এবং সমুদ্র সমতল থেকে এর উচ্চতা প্রায় ২৫ মিটার। ইয়ারেনের উত্তরে বুয়াদা জেলা, পূর্বে মেনেং জেলা এবং পশ্চিমে বোয়ে জেলা।[3]
আরও দেখুন
- নাউরুতে বসতির তালিকা
তথ্যসূত্র
- Constituencies of Nauru ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ আগস্ট ২০১৯ তারিখে (naurugov.nr)
- "Moqua Caves and Moqua Well", Gatis Pāvils, 30 October 2011.
- ওপেনস্ট্রিটম্যাপে 313728509 Yaren
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ইয়ারেন সম্পর্কিত মিডিয়া দেখুন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.