ইয়ান কুইক

ইয়ান উইলিয়াম কুইক (ইংরেজি: Ian Quick; জন্ম: ৫ নভেম্বর, ১৯৩৩) ভিক্টোরিয়ার জিলং এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ও সাবেক প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৫৭ থেকে ১৯৬১ সময়কালে ভিক্টোরিয়া বুশর‍্যাঞ্জার্স দলের পক্ষে প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।[1] দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার হিসেবে খেলতেন।[2] এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন ইয়ান কুইক

ইয়ান কুইক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইয়ান উইলিয়াম কুইক
জন্মজিলং, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৫৬/৫৭ - ১৯৬১/৬২ভিক্টোরিয়া বুশর‍্যাঞ্জার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ‌এফসি
ম্যাচ সংখ্যা ৬৩
রানের সংখ্যা ৮১৬
ব্যাটিং গড় ১৪.০৬
১০০/৫০ ০/১
সর্বোচ্চ রান ৬১*
বল করেছে ১৪২৭৫
উইকেট ১৯৫
বোলিং গড় ৩০.৪৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/২০
ক্যাচ/স্ট্যাম্পিং ৩২/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩১ মে ২০১৯

খেলোয়াড়ী জীবন

১৯৫৬-৫৭ মৌসুম থেকে ১৯৬১-৬২ মৌসুম পর্যন্ত ইয়ান কুইকের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। তন্মধ্যে, ১৯৫৭-৫৮ মৌসুমে ৩২ উইকেট নিয়ে শেফিল্ড শিল্ডের সর্বোচ্চ উইকেট শিকারী হন।[3] ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেও কোন টেস্ট খেলার সুযোগ পাননি ইয়ান কুইক। তবে, ১৯৫৯-৬০ মৌসুমে নিউজিল্যান্ড এবং ১৯৬১ সালে অস্ট্রেলিয়া দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেছিলেন।[2][4] তন্মধ্যে, নিউজিল্যান্ড সফরে সবগুলো প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ২৪.২১ গড়ে ১৪ উইকেট পেয়েছিলেন তিনি।[5]

তথ্যসূত্র

  1. "Ian Quick"CricketArchive। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১০
  2. Struthers, Greg (১৪ আগস্ট ২০০৫)। "Caught in time - Australia tour England, 1961"। The Sunday Times। London, England। পৃষ্ঠা 24।
  3. "Bowling Most wickets"। ESPN Cricinfo।
  4. "First-Class Matches Played By Ian Quick"CricketArchive। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১০
  5. Wisden 1961, pp. 847-53.

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.