ইমরান মাহমুদুল

ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গীতিকার ও নেপথ্য গায়ক, যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। তিনি ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন।[1][2] তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের "দিল দিল দিল", পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের "ওহে শ্যাম", এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের "তুই কি আমার হবি রে" গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।[3]

ইমরান মাহমুদুল
ইমরান মাহমুদুল
প্রাথমিক তথ্য
জন্ম নামমোহাম্মদ মাহমুদুল হক ইমরান
জন্ম (1991-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৯১
উত্তরা, ঢাকা, বাংলাদেশ
পেশাগায়ক
কার্যকাল২০১৪-বর্তমান

প্রারম্ভিক জীবন

ইমরান আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮ এর জন্য তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।[4][5]

কর্মজীবন

২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে "ভালবাসার লাল গোলাপ" চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি আরও "চ্যানেল আই সেরাকন্ঠ" এর আরেকজন প্রতিযোগী "শারমিন" এর সঙ্গে "রংধনু" নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে "স্বপ্নলোকে" যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছেন। [6][7]

সঙ্গীত-সঙ্কলন

একক সঙ্গীত

বছর অ্যালবাম সহ-শিল্পী সুরকার গীতিকার প্রযোজক
২০১১স্বপ্নলোকেসাবিনা ইয়াসমিন, নিজু এবং পড়শীআরফিন রুমি, মাহমুদ সানি এবং এমরানঅনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, জেসিকা আফরিন, আলিফ হাসান এবং ফয়সলজিএম বুলবুল
২০১৩তুমিপূজা, ন্যান্সি, নৌমি এবং মিলনইমরান মাহমুদুলরবিউল ইসলাম জীবন, শেখ সুমন এমদাদ এবং রিফাতসিডি চয়েজ
২০১৫বলতে বলতে চলতে চলতেপূজাইমরান মাহমুদুলরবিউল ইসলাম জীবন, জিএম বুলবুল, শফিক তুহিনসেলিম খান আলমগীর, টিপ্সজান চ্যানেল
২০১৬মন করিওরইমরান এবং তাহসানইমরান মাহমুদুলরবিউল ইসলাম জীবন, জিএম বুলবুল
২০১৬বাহুডোরেইমরান মাহমুদুলফয়সল রাব্বিকিনঈগল মিউজিক

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র গানের নাম সহ-শিল্পী সুরকার সুত্র
২০১৯ ডনগিরি সাদা কালো প্রেম পড়শী ইমন সাহা [8]

পুরস্কার ও মনোনয়ন

বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০১৬ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ গায়ক বসগিরি (গান: দিল দিল দিল) বিজয়ী
২০১৮ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ গায়ক পোড়ামন ২ (গান: ওহে শ্যাম) বিজয়ী [3]
২০১৯ ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী পাসওয়ার্ড (গান: "সোয়াগ রে") বিজয়ী [9]
২০২০ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস শ্রেষ্ঠ ছায়াছবির গান বিশ্বসুন্দরী (গান:তুই কি আমার হবি রে) বিজয়ী
২০২১ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ গায়ক বিশ্বসুন্দরী (গান:তুই কি আমার হবি রে) বিজয়ী

তথ্যসূত্র

  1. "List of Albums by Imran Mahmudul"etunes.com.bd। ২০১৫-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২১
  2. "Imran Mahmudul"soundcloud.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২১
  3. "ইমরান হলেন সেরা গায়ক"prothom-alo.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২১
  4. "Channel i Shera Kontho"The Daily Star। ১৫ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২১
  5. "Artist Imran Mahmudul"gaana.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২১
  6. "Imran Mahmudul"ReverbNation। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২১
  7. "Imran Mahmudul albums"saavn.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২১
  8. "শুরু হচ্ছে 'সাদা-কালো প্রেম'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪
  9. "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."এইসময়। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.