ইভান রেচেল উড

ইভান রেচেল উড (ইংরেজি: Evan Rachel Wood; রেই্‌চেল্‌ উড্‌, জন্ম: ৭ সেপ্টেম্বর ১৯৮৭)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী, মডেল ও সঙ্গীতজ্ঞ। তিনি ১৯৯০-এর দশকে তার অভিনয় জীবন শুরু করেন এবং আমেরিকান গথিক (১৯৯৫-৯৬) ও ওয়ান্স অ্যান্ড অ্যাগেইন (১৯৯৯-২০০২) টেলিভিশন ধারাবাহিক অভিনয় করেন। মাত্র ১১ বছর বয়সে তার চলচ্চিত্রে অভিষেক হয় ডিগিং টু চায়না (১৯৯৮)-এ প্রধান অভিনেত্রী হিসেবে এবং ২০০৩ সালে নাট্যধর্মী চলচ্চিত্র থার্টিন-এ ট্রেসি ফ্রিল্যান্ড চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ইভান রেচেল উড
Evan Rachel Wood
২০১৭ সালে রেচেল উড
জন্ম (1987-09-07) ৭ সেপ্টেম্বর ১৯৮৭
পেশাঅভিনেত্রী, মডেল, সঙ্গীতজ্ঞ
কর্মজীবন১৯৯৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীজেমি বেল (বি. ২০১২; বিচ্ছেদ. ২০১৪)
সন্তান

টেলিভিশনে তিনি এইচবিওর মিনিধারাবাহিক মিলড্রেড পিয়ার্স (২০১১)-এ কেট উইন্সলেটের চরিত্রে কন্যা ভূমিকায় অভিনয় করে একটি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাইমটাইম এমি পুরস্কারে মনোনীত হন। ২০১৬ সালে তিনি এইচবিওর ধারাবাহিক ওয়েস্টওয়ার্ল্ড-এ ডোলোরেস অ্যাবার্নেথি চরিত্রে অভিনয় করেন।[2] এই কাজের জন্য তিনি একটি ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কারস্যাটেলাইট পুরস্কার অর্জন করেন এবং একটি সেরা নাট্য টিভি ধারাবাহিক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও দুটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র

  1. হিবার্ড, লরা (৭ সেপ্টেম্বর ২০১১)। "September 7 Famous Birthdays: Evan Rachel Wood, Michael Emerson & Buddy Holly (PHOTOS)"দ্য হাফিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৮
  2. মরিস, আলেক্স (১৭ নভেম্বর ২০১৬)। "How Evan Rachel Wood's Personal Demons Prepped Her for 'Westworld'"রোলিং স্টোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.