ইভান তুর্গেনেভ

ইভান সের্গেইয়েভিচ তুর্গ্যেনেভ (নভেম্বর ৯, ১৮১৮-সেপ্টেম্বর ৩, ১৮৮৩) (রুশ: Ива́н Серге́евич Турге́нев, আ-ধ্ব-ব: [ɪˈvan sʲɪrˈɡʲeɪvʲɪtɕ tʊrˈɡʲenʲɪf]) একজন বিখ্যাত রুশ ছোটগল্পকার, নাট্যকার এবং ঔপন্যাসিক। ১৮৫২ সালে প্রকাশিত তার ছোটগল্পের সংকলন আ স্পোর্টসম্যানস স্কেচেস-কে রুশ বাস্তববাদী সাহিত্যে এক অন্যতম মাইলফলক হিসেবে গণ্য করা হয়। ১৮৬২-তে প্রকাশিত তার কালজয়ী উপন্যাস ফাদার্স অ্যান্ড সানস উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়।

ইভান তুর্গেনেভ
জন্ম(১৮১৮-১১-০৯)৯ নভেম্বর ১৮১৮
ওরিওল, রুশ সাম্রাজ্য
মৃত্যুসেপ্টেম্বর ৩, ১৮৮৩(1883-09-03) (বয়স ৬৪)
ব্যুগিভেল
পেশাঔপন্যাসিক এবং নাট্যকার
ধরনউপন্যাস, মঞ্চনাটক
সাহিত্য আন্দোলনবাস্তববাদ
উল্লেখযোগ্য রচনাবলিআ স্পোর্টসম্যানস স্কেচেসফাদার্স অ্যান্ড সানসআ মান্থ ইন দ্য কান্ট্রি

স্বাক্ষর

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.