ইভানোভিচ আলফারভ

ইভানোভিচ আলফারভ একজন বেলারুশ, সোভিয়েত এবং রাশিয়ান পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি হেটারোট্রাঞ্জস্টর এর উদ্ভাবক। তিনি ২০০০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

ইভানোভিচ আলফারভ
জন্ম
ইভানোভিচ আলফারভ

(১৯৩০-০৩-১৫)১৫ মার্চ ১৯৩০]
মৃত্যু১ মার্চ ২০১৯(2019-03-01) (বয়স ৮৮)
জাতীয়তাসোভিয়েত (১৯৯১ পর্যন্ত) / রাশিয়ান (১৯৯১ থেকে)
মাতৃশিক্ষায়তনV. I. Ulyanov Electrotechnical Institute
পরিচিতির কারণহেটারোট্রাঞ্জিস্টর
দাম্পত্য সঙ্গীTamara Darskaya (m. 1967)
পুরস্কারকিয়োটো প্রাইজ in Advanced Technology (2001)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০০)
Demidov Prize (1999)
Ioffe Prize (Russian Academy of Sciences, 1996)
USSR State Prize (1984)
লেনিন প্রাইজ (১৯৭২)
টেমপ্লেট:অর্ডার অব লেনিন (১৯৮৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রফলিত পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহIoffe Physico-Technical Institute

জীবনী

আলফারভ ১৯৩০ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন।

গবেষণাক্ষেত্র

১৯৬২ সাল থেকেই আলফারভ অর্ধপরিবাহী হেটারোস্ট্রাকচার নিয়ে কাজ করছেন।

মৃত্যু

ইভানোভিচ আলফারভ ২০১৯ সালের ১ মার্চ মৃত্যুবরণ করেন।[1]

তথ্যসূত্র

  1. "Zhores Alferov, 88, Dies; Nobel Winner Paved Way for Laser Technology"The New York Times। ২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.