ইবনে খুজায়মা

আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমাহ ( আরবি: أبو بكر محمد بن إسحاق بن خزيمة, ৮৩৭ খ্রি/২২৩ হি - ৯২৩ খ্রি/৩১১ হি ) ছিলেন একজন বিশিষ্ট মুসলিম হাদিসবিশারদ এবং শাফিয়ি ফকিহ, তিনি তার হাদিস সংগ্রহ সহীহ ইবনে খুজাইমাহ এর জন্য বেশি পরিচিত।

ইবনে খুজাইমাহ
উপাধিইমামুল আইম্মা (إمام الأئمة)
ইমামুল আহলুল হাদিস
আল-হাফিজ
আল-হুজ্জাহ
ব্যক্তিগত তথ্য
জন্মসফর ২২৩ হিজরী
নিশাপুর
মৃত্যু২ জিলহাজ্ব ৩১১ হিজরী
ধর্মইসলাম
উল্লেখযোগ্য কাজসহীহ ইবনে খুজাইমাহ

জীবনী

তিনি ইবনে জারির আল-তাবারীর চেয়ে এক বছর আগে নিশাপুরে জন্মগ্রহণ করেছিলেন। নিশাপুরে, তিনি বিভিন্ন আলেমদের অধীনে পড়াশোনা করেছিলেন, যাদের মধ্যে ইসহাক ইবনে রাহওয়াহ (মৃত্যু: ২৩৮ হিজরী) ছিলেন, যিনি তৎকালীন খোরাসানের মুহাদ্দিস ছিলেন, পাশাপাশি আল বুখারীমুসলিম এর আধীনে ছিলেন তিনি।

গ্রন্থ

আল-হাকিম লিপিবদ্ধ করেছেন যে, ইবনে খুজাইমাহ ১৪০ টিরও বেশি বই লিখেছেন। [1] তিনি যা লিখেছিলেন তার খুব সামান্যই আজ বেঁচে আছে:

  • সহিহ ইবনে খুজাইমাহ: (আরবি: صحيح بن خزيمة : مختصر المختصر من المسند الصحيح): এর চার ভাগের এক ভাগ পাওয়া গেছে। এটি হল একটি হাদিসের সংকলন।
  • কিতাবুত তাওহিদ ওয়া-ইসবাত সিফাতুর-রাব্ব আজ্জা ওয়াজাল (আরবি: کتاب التوحيد وإثبات صفات الرب عز وجل)
  • শানুল-দুয়া ওয়া-তাফসিরুল আদিয়াহ আল-মা'সুরাহ (আরবি: شأن الدعاء وتفسير الأدعية المأثورة)

তথ্যসূত্র

  1. Kitāb al-Tawḥīd wa-ithbāt ṣifāt al-Rabb ʻazza wa-jall, ১৯৮৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.