ইন্স নদী
ইন্স হল দানিউব নদীর অন্যতম প্রধান উপনদী। এটি দানিউবের দক্ষিণ অংশে অবস্থিত। উত্তরদিকে অস্ট্রিয়ার ইন্স শহরে দানিউবের সঙ্গে মিলিত হয়েছে। ইন্স নদীড় দৈর্ঘ্য ২৫৪ কিলোমিটার, এবং এর আকার অনেকটা ইংরেজি বর্ণ J-এর মত। ইন্স নদীড় উৎপত্তি হয়েছে অস্ট্রিয়ার ফ্লাখাউ এবং গ্লাসথোফাম শহরের নিকট হতে। এরপর এটি পূর্ব দিকে রাডস্টাট, শ্লাডমিং এবং লিযেন হয়ে স্টিরিয়ার হিফ্লাউ শহরের কাছে উত্তর দিকে বাঁক নিয়েছে। অবশেষে এটি ঊর্ধ্ব অস্ট্রিয়ার ইন্স শহরে দানিউবের সাথে মিলিত হয়েছে।[1]
ইন্স | |
---|---|
দেশ | অস্ট্রিয়া |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মূল উৎস | রাডস্টাডটার টাউয়ার্ন (পর্বত) |
মোহনা | মাউথাউজেন শহরের দানিউব নদী ৪৮.২৩৬৯° উত্তর ১৪.৫১৯০° পূর্ব |
ক্রমবৃদ্ধি | দানিউব→ কৃষ্ণ সাগর |
অববাহিকার আকার | ৬,০০০ কিমি২ (২,৩০০ মা২) |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | ২৫৩.৪ কিলোমিটার (১৫৭.৫ মাইল) |
নিষ্কাশন |
|
পরিবহন
ইন্স নদী দিয়ে অস্ট্রিয়া হয়ে জার্মানি ও স্লোভেনিয়ার মধ্যে দিয়ে একটি পরিবহন পথ রয়েছে। ইন্স নদী দিয়ে স্টিরিয়াতে উৎপন্ন লৌহ লিনৎস-এর কারখানাগুলোতে সরবরাহ করা হয়।
তথ্যসূত্র
- "Karte-Enns" (জার্মানির নদীর মানচিত্র), RadTouren.at (অস্ট্রিয়া), মে ২০০৯, ওয়েবপাতা: ওয়েব্যাক মেশিনে RT-map (index তারিখে আর্কাইভ) (২৩৬kb)।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.