ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়

ইন্সব্রুক বিশ্ববিদ্যালয় (জার্মান: Leopold-Franzens-Universität Innsbruck; লাতিন: Universitas Leopoldino Franciscea) অস্ট্রিয়ার টিরোল প্রদেশের সবচেয়ে বড় বিদ্যাপিঠ। ১৬৬৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী সংখ্যার দিক দিয়ে অস্ট্রিয়ায় বর্তমানে দ্বিতীয় বৃহত্তম, ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের পরেই। বর্তমানে এতে ১৫ টি অনুষদ এবং ৭৩ টি ইনস্টিটিউট আছে। ২০১০-১১ মৌসুমে টাইমস হায়ার এডুকেশন এর জরিপ অনুসারে ইন্সব্রুক পৃথিবীর ১৮৭ তম ভাল বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রিয়ার সর্বোত্তম বিশ্ববিদ্যালয়।[1]

ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়
Leopold-Franzens-Universität Innsbruck
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৬৬৯ (বিশ্ববিদ্যালয় হিসেবে)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৫ টি
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২০০৯: ১৬৭ জন অধ্যাপক
অন্যান্য কর্মকর্তা ২৬৯৩
শিক্ষার্থী২৭,৭৭৪
স্নাতক১০,৯৯২
স্নাতকোত্তর১৭২৩
৩৮৫৪
অবস্থান,
ওয়েবসাইটwww.uibk.ac.at

অনুষদসমূহ

ইন্সব্রুকের বিখ্যাত ব্যক্তিত্ব

নোবেল বিজয়ী

তথ্যসূত্র

  1. Times Higher Education 2010/11
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.