ইন্দ্রপ্রস্থ
ইন্দ্রপ্রস্থ (আক্ষরিক অর্থে: ইন্দ্রের শহর) ছিল মহাভারতের পাণ্ডবদের রাজ্যের রাজধানী।[1] বর্তমান নতুন দিল্লী যে অঞ্চলে অবস্থিত, ইন্দ্রপ্রস্থের অবস্থান ছিল সেই একই অঞ্চলে। এই শহরটি খাণ্ডবপ্রস্থ নামেও পরিচিত, যা যমুনা তীরবর্তী একটি বনাঞ্চল।[2]
ইন্দ্রপ্রস্থ নতুন দিল্লী | |
---|---|
শহর | |
![]() ![]() Indraprastha ![]() ![]() Indraprastha | |
স্থানাঙ্ক: ২৮.৬১৩৮৯৫৪° উত্তর ৭৭.২০৯০০৫৭° পূর্ব | |
প্রতিষ্ঠাতা | পাণ্ডব |
নামকরণের কারণ | ইন্দ্র |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | নতুন দিল্লি পৌর কাউন্সিল |
![](../I/Purana_Qila_01.jpg.webp)
![](../I/Indraprasta.jpg.webp)
মহাভারতে ইন্দ্রপ্রস্থ
মহাভারতের আদিপর্বে রাজ্যলাভ পর্বে আছে, ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের পাঁচ ভ্রাতুষ্পুত্রকে কুরু-রাজধানী হস্তিনাপুর থেকে কিছু দূরবর্তী যমুনাতীরবর্তী খাণ্ডবপ্রস্থে বসবাস করতে বলেন। তখন যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে খাণ্ডবপ্রস্থে যান। সেখানে তিনি সৌধমালাশোভিত পরিখাপ্রাকারবেষ্টিত উপবন-সরোবর-ভূষিত স্বর্গধামতুল্য যে নগর স্থাপন করেন, কালক্রমে তাই সাহিত্য ও ইতিহাসে যুধিষ্ঠিরের রাজধানী ইন্দ্রপ্রস্থ নামে প্রসিদ্ধি লাভ করেছে।
পদ্মপুরাণে ইন্দ্রপ্রস্থ
পদ্মপুরাণে আছে, ইন্দ্র এ স্থানে স্বর্ণযূপ দিয়ে অনেক যাগযজ্ঞ করেছিলেন এবং সেসব যজ্ঞে ব্রাহ্মণদের বহু রত্নপ্রস্থ দান করেছিলেন। এজন্য এ স্থানের নাম ইন্দ্রপ্রস্থ। এখানে মৃত্যুবরণ করলে মানুষ পুনর্জন্মের হাত থেকে অব্যাহতি লাভ করে। এই শহরের আয়তন সাত যোজন। ইতিহাসের নানা উত্থান-পতনের মধ্যে যমুনা তীরবর্তী নিগমবোধ ঘাট এখনও প্রাচীন ইন্দ্রপ্রস্থের পবিত্র মহিমা বহন করছে।
তথ্যসূত্র
- Singh, Upinder, সম্পাদক (২০০৬)। Delhi: Ancient History। Berghahn Books। পৃষ্ঠা xvii–xxi, 53–56। আইএসবিএন 9788187358299।
- Tankha, Madhur (১১ মার্চ ২০১৪)। "The discovery of Indraprastha"। The HIndu। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৪।