ইন্দ্রপ্রস্থ

ইন্দ্রপ্রস্থ (আক্ষরিক অর্থে: ইন্দ্রের শহর) ছিল মহাভারতের পাণ্ডবদের রাজ্যের রাজধানী।[1] বর্তমান নতুন দিল্লী যে অঞ্চলে অবস্থিত, ইন্দ্রপ্রস্থের অবস্থান ছিল সেই একই অঞ্চলে। এই শহরটি খাণ্ডবপ্রস্থ নামেও পরিচিত, যা যমুনা তীরবর্তী একটি বনাঞ্চল।[2]

ইন্দ্রপ্রস্থ
নতুন দিল্লী
শহর
Indraprastha দিল্লি-এ অবস্থিত
Indraprastha
Indraprastha
Indraprastha ভারত-এ অবস্থিত
Indraprastha
Indraprastha
দিল্লিতে অবস্থিত
স্থানাঙ্ক: ২৮.৬১৩৮৯৫৪° উত্তর ৭৭.২০৯০০৫৭° পূর্ব / 28.6138954; 77.2090057
প্রতিষ্ঠাতাপাণ্ডব
নামকরণের কারণইন্দ্র
সরকার
  ধরনপৌরসভা
  শাসকনতুন দিল্লি পৌর ​​কাউন্সিল
ইন্দ্রপ্রস্থেের সম্মুখভাগ (পাণ্ডবরাজ্যের সম্মুখভাগ)
অর্জুন ও শ্রীকৃষ্ণ এক উঁচু স্থান থেকে ইন্দ্রপ্রস্থ নগরী দেখছেন

মহাভারতে ইন্দ্রপ্রস্থ

মহাভারতের আদিপর্বে রাজ্যলাভ পর্বে আছে, ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের পাঁচ ভ্রাতুষ্পুত্রকে কুরু-রাজধানী হস্তিনাপুর থেকে কিছু দূরবর্তী যমুনাতীরবর্তী খাণ্ডবপ্রস্থে বসবাস করতে বলেন। তখন যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে খাণ্ডবপ্রস্থে যান। সেখানে তিনি সৌধমালাশোভিত পরিখাপ্রাকারবেষ্টিত উপবন-সরোবর-ভূষিত স্বর্গধামতুল্য যে নগর স্থাপন করেন, কালক্রমে তাই সাহিত্য ও ইতিহাসে যুধিষ্ঠিরের রাজধানী ইন্দ্রপ্রস্থ নামে প্রসিদ্ধি লাভ করেছে।

পদ্মপুরাণে ইন্দ্রপ্রস্থ

পদ্মপুরাণে আছে, ইন্দ্র এ স্থানে স্বর্ণযূপ দিয়ে অনেক যাগযজ্ঞ করেছিলেন এবং সেসব যজ্ঞে ব্রাহ্মণদের বহু রত্নপ্রস্থ দান করেছিলেন। এজন্য এ স্থানের নাম ইন্দ্রপ্রস্থ। এখানে মৃত্যুবরণ করলে মানুষ পুনর্জন্মের হাত থেকে অব্যাহতি লাভ করে। এই শহরের আয়তন সাত যোজন। ইতিহাসের নানা উত্থান-পতনের মধ্যে যমুনা তীরবর্তী নিগমবোধ ঘাট এখনও প্রাচীন ইন্দ্রপ্রস্থের পবিত্র মহিমা বহন করছে।

তথ্যসূত্র

  1. Singh, Upinder, সম্পাদক (২০০৬)। Delhi: Ancient History। Berghahn Books। পৃষ্ঠা xvii–xxi, 53–56। আইএসবিএন 9788187358299।
  2. Tankha, Madhur (১১ মার্চ ২০১৪)। "The discovery of Indraprastha"The HIndu। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.