ইন্দ্রজিৎ (চলচ্চিত্র)

ইন্দ্রজিৎ একটি বাংলা একশনধর্মী চলচ্চিত্র যার পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রযোজক বিশ্বদীপ দে। ১৯৯২ সালে্র ২৪ এপ্রিল এই ছবিটি মুক্তি পায়।[1]

ইন্দ্রজিৎ
ইন্দ্রজিৎ চলচ্চিত্রের মুক্তির পোস্টার
পরিচালকঅঞ্জন চৌধুরী
প্রযোজকঅঞ্জন চৌধুরী
রচয়িতাঅঞ্জন চৌধুরী
চিত্রনাট্যকারঅঞ্জন চৌধুরী
কাহিনিকার অঞ্জন চৌধুরী
উৎসঅঞ্জন চৌধুরী কর্তৃক 
কলকাতার বাংলা চলচ্চিত্র
শ্রেষ্ঠাংশে
সুরকারভি বালসারা
চিত্রগ্রাহকপ্রভাকর প্রভু
সম্পাদকস্বপ্নন গুহা বিশ্বাস
দৈর্ঘ্য২ ঘণ্টা ২৫ মিনিট ১৭ সেকেন্ড
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

ইন্দ্রজিৎ একজন সৎ পুলিশ অফিসার। তার চাকরিটা করে দিয়েছিলেন বিধায়ক সুপ্রকাশ সান্যাল। ইন্দ্রজিতের দাদা বিশ্বজিত বড় উকিল আর ভাই অভিষেক বেকার। ইন্দ্রজিৎ চেষ্টা করে সতভাবে কর্মজীবন চালাতে। বিধায়কের ছেলে রাজা একটি মেয়েকে ধর্ষন করলে তার তদন্ত করতে আসে ইন্দ্রজিৎ। মেয়েটি আত্মহত্যা করে। ইন্দ্রজিৎ গ্রেপ্তার করে রাজাকে। বিধায়ক সান্যাল বার বার চাপ দিয়ে হুমকি ও ভয় দেখিয়েও ইন্দ্রজিতকে দমাতে পারেননা, কারণ সৎ উপরওয়ালা পুলিশকর্তা ইন্দ্রজিতের কাজে সন্তুষ্ট। অনেক ঝামেলার পরে ইন্দ্রজিৎ আদালতে রাজাকে উপস্থিত করলে তার হয়ে মামলায় দাড়ান দাদা বিশ্বজিত। ইন্দ্রজিৎ পারিবারিক অশান্তি ও হুমকিকে পরোয়া করেনা কর্তব্যের তাগিদে।

অভিনয়

তথ্যসূত্র

  1. "Indrajit (1992) Cast - Actor, Actress, Director, Producer, Music Director"Cinestaan। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.