ইন্দ্রজিৎ গুপ্ত
ইন্দ্রজিৎ গুপ্ত (১৮ই মার্চ, ১৯১৯- ২০শে ফেব্রুয়ারি, ২০০১) সিপিআইয়ের একজন রাজনীতিবিদ যিনি ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি ভারতের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা সাংসদ, যিনি মোট ১১ বার লোকসভা নির্বাচনে জিতেছেন। ইন্দ্রজিৎ গুপ্ত ১৯৭৭ মাত্র একবার অশোক কৃষ্ণ দত্তের কাছে লোকসভা নির্বাচনে হেরেছিলেন যখন তাঁর দল সিপিআই ইন্দিরা গান্ধীর আমলের জরুরী অবস্থা জারি করার সমর্থন করেছিল।[2]
ইন্দ্রজিৎ গুপ্ত | |
---|---|
স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত সরকার | |
কাজের মেয়াদ ২৯শে জুন, ১৯৯৬ – ১৯শে মার্চ, ১৯৯৮ | |
প্রধানমন্ত্রী | এইচ. ডি. দেবেগৌড়া আই. কে. গুজরাল |
পূর্বসূরী | এইচ. ডি. দেবেগৌড়া |
উত্তরসূরী | লালকৃষ্ণ আডবানী |
সভাপতি, ওয়াল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন[1] | |
কাজের মেয়াদ ১৯৮৯ – ১৯৯৯ | |
পূর্বসূরী | সান্ডর গাসপার |
উত্তরসূরী | ইব্রাহিম জাকারিয়া |
সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি | |
কাজের মেয়াদ ১৯৯০ – ১৯৯৬ | |
পূর্বসূরী | চন্দ্র রাজেশ্বর রাও |
উত্তরসূরী | অর্ধেন্দু ভূষণ বর্ধন |
সাংসদ, লোকসভা | |
কাজের মেয়াদ ২০শে অক্টোবর, ১৯৮৯ – ২০শে ফেব্রুয়ারি, ২০০১ | |
পূর্বসূরী | নারায়ণ চৌবে |
উত্তরসূরী | প্রবোধ পণ্ডা |
সংসদীয় এলাকা | মেদিনীপুর লোকসভা কেন্দ্র |
কাজের মেয়াদ ১৯৮০ – ১৯৮৯ | |
পূর্বসূরী | আলহাজ এম.এ. হান্নান |
উত্তরসূরী | মনোরঞ্জন সুর |
সংসদীয় এলাকা | বসিরহাট |
কাজের মেয়াদ ১৯৬৭ – ১৯৭৭ | |
পূর্বসূরী | নতুন আসন |
উত্তরসূরী | সোমনাথ চট্টোপাধ্যায় |
সংসদীয় এলাকা | আলিপুর, |
কাজের মেয়াদ ১৯৬০ – ১৯৬৭ | |
পূর্বসূরী | বীরেন রায় |
উত্তরসূরী | গণেশ ঘোষ |
সংসদীয় এলাকা | কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৮ই মার্চ, ১৯১৯ কলকাতা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ২০শে ফেব্রুয়ারি, ২০০১ (বয়স ৮১) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি |
দাম্পত্য সঙ্গী | সুরাইয়া |
তথ্যসূত্র
- "Members bio profile of Lok Sabha website"। National Informatics Centre, New Delhi & Lok Sabha। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৩।
- "Indrajit Gupta: longest serving Parliamentarian"। Hindustan Times। ১৩ আগস্ট ২০০২। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.