ইন্তেখাব দিনার

ইন্তেখাব দিনার বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।[1][2]

ইন্তেখাব দিনার
পেশাঅভিনেতা
দাম্পত্য সঙ্গীবিজরী বরকতুল্লাহ (বি. ২০১৩)

কর্মজীবন

১৯৯৫ সালে, দিনার নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগদান করেন। তিনি "নুরুল দিনের সারজীবন", "ওচলাইতন", "মৃত্যু সংবাদ", "গ্যালিলিও", "দেওয়ান গাজীর কিস্সা", "শঙ্খ চিল" সহ একাধিক মঞ্চনাটকে অভিনয় করেছিলেন।[1]

দিনার সালাউদ্দিন লাভলু পরিচালিত "ঘোর" নাটকে অভিনয় করে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।[1]

এছাড়াও তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের জয়যাত্রায়, এরপর বাদল রহমানের ছানা ও মুক্তিযুদ্ধ, বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ’৭১, তামিম নূরের ফিরে এসো বেহুলা' ও মুরাদ পারভেজের বৃহন্নলা চলচ্চিত্রে।[3]

ব্যক্তিগত জীবন

তিনি ২০১৩ সালে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ কে বিবাহ করেন।[4]

টেলিভিশন নাটক

নাম পরিচালক, লেখক সহশিল্পী মন্তব্য
এবং বিবাহশাহাদাত হোসাইনশশী, শর্মিলা আহমেদ
সন্দেহীত দুষ্ট গল্পজেনী
বিয়ে বোমেরাংশশী
সম্পর্কের শিরোনামটি ভাবতে হবেজাকিয়া বারী মমো
মেঘের ভেজা রোদনওশীন, মিমু
আকাশ ভরা জোসনা ধারজেনী, হাসান ইমাম
তোমার সম্ভাবনা আমার সম্ভব নারিচী
এ পাশে বন্ধ জানালামমো, ইশানা
১৯বছর পরমমো
উত্তারোধিকারীতিশা
নেক্সট ডোর
সূর্য তারাবিজরী বরকতুল্লাহ
মেঘ বৃস্টি ও তার পরেপূর্নিমা, অপূর্ব
অসুখের নাম ভালোবাসাআজাদ আবুল কালামশতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, রাজিব সালেহীন, হাসান শাহরিয়ারএনটিভি [5]

চলচ্চিত্র

ওয়েব ধারাবাহিক

পুরস্কার ও মনোনয়ন

প্রদানের তারিখ পুরস্কার বিভাগ মনোনীত(গণ) ফলাফল সূত্র
১১ মার্চ ২০২২ চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ধারাবাহিক) ঊনলৌকিক (পর্ব: "দ্বিখণ্ডিত") বিজয়ী [6]

তথ্যসূত্র

  1. Shah Alam Shazu (মার্চ ১৫, ২০১২)। "In conversation with Intekhab Dinar"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৫
  2. Shah Alam Shazu (অক্টোবর ৮, ২০১৫)। ""I started my journey in the media whimsically""দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৫
  3. "দিনারের দিন"প্রথম আলো। ১৭ ডিসেম্বর ২০১৫।
  4. "ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লার বিয়ে :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd। ১৬ এপ্রিল ২০১৩।
  5. "নাটক : অসুখের নাম ভালোবাসা"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। আগস্ট ২, ২০২১। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০২১
  6. "'আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন যারা-"দৈনিক মানবজমিন। ১২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.