ইন্ডিয়া গেট
ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। এটি দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান। প্যারিসের আর্ক দে ত্রিম্ফের আদলে ১৯৩১ সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েনস। আগে এর নাম ছিল "অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট"। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধে নিহত ৯০,০০০ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলেপাথর ও গ্র্যানাইট পাথরে তৈরি।[1][2]
ইন্ডিয়া গেট | |
---|---|
ভারত | |
প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধে নিহত ৯০,০০০ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে-এর স্মরণে | |
প্রতিষ্ঠিত | ১৯২১ |
উদ্বোধন | ১৯৩১ |
অবস্থান | ২৮°৩৬′৪৬.৩১″ উত্তর ৭৭°১৩′৪৫.৫″ পূর্ব, দিল্লি, ভারত |
নকশাকার | এডউইন লুটিয়েনস |
আগে পঞ্চম জর্জের একটি মূর্তি এই স্মৃতিসৌধের ছাউনির নিচে ছিল। ছাউনির তলাটি এখন ফাঁকা। সেই মূর্তিটি অন্যান্য মূর্তির সঙ্গে দিল্লির করোনেশন পার্কে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতার পর ইন্ডিয়া গেটে ভারতীয় সেনাবাহিনীর "অনামা সৈনিকদের সমাধি" হিসেবে পরিচিত "অমর জওয়ান জ্যোতি" স্থাপিত হয়েছে।
গ্যালারি
- সান্ধ্য আলোকসজ্জায়
- নৈশালোকে
- ছাউনি
- অন্য কোণ থেকে
- তিন সামরিক বাহিনীর পতাকা
পাদটীকা
- "A fine balance of luxury and care"। Hindustan Times। জুলাই ২১, ২০১১। জুলাই ২৭, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০১১।
- "When Railways nearly derailed New Delhi"। Hindustan Times। জানুয়ারি ১৮, ২০১১। সেপ্টেম্বর ২৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০১১।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ইন্ডিয়া গেট সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.