ইন্ডিয়ান সেক‍্যুলার ফ্রন্ট

ইন্ডিয়ান সেক‍্যুলার ফ্রন্ট বা ভারতীয় সেক‍্যুলার ফ্রন্ট ভারতের পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক রাজনৈতিক দল। ২০২১ সালের ২১ শে জানুয়ারি ২০২১ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কে সামনে রেখে এই দল প্রতিষ্ঠিত হয়। ফুরফুরা শরীফ এর পীরজাদা আব্বাস সিদ্দিকী এটি প্রতিষ্ঠা করেন। তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।এই দলের চেয়ারম‍্যান নওশাদ সিদ্দিকী।[1][2]

ইন্ডিয়ান সেক‍্যুলার ফ্রন্ট
Indian Secular Front
প্রেসিডেন্টসিমন সরেন
চেয়ারম্যাননওশাদ সিদ্দিকী
প্রতিষ্ঠাতাআব্বাস সিদ্দিকী
প্রতিষ্ঠা২১ জানুয়ারি ২০২১ (2021-01-21)
সদর দপ্তরফুরফুরা শরীফ, হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত
মতাদর্শসাংবিধানিক গণতন্ত্র, সামাজিক ন্যায় ও মর্যাদা
রাজনৈতিক অবস্থানবাম
জোটসংযুক্ত মোর্চা
পশ্চিমবঙ্গ বিধানসভা
১ / ২৯৪
নির্বাচনী প্রতীক
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল

ইতিহাস

১১ই অক্টোবর ২০২০ সালে আব্বাস সিদ্দিকী সর্বপ্রথম নিজের দল করার ঘোষণা দেন। এদিন তিনি দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের এই দল করার ঘোষণা দেন এবং বলেন এই দল নির্বাচিত হলে দলিত বা আদিবাসী সম্প্রদায় থেকে মুখ‍্যমন্ত্রী এবং মুসলিম সম্প্রদায় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে।[3][4]

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলটি সংযুক্ত মোর্চার অংশ হিসেবে নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচনে দলটি ৩২টি আসনে প্রার্থী দেয়। এদের মধ্যে কেবল নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে নির্বাচিত হন। নির্বাচনে দলটি সর্বমোট ৮,১৩,৪৮৯টি ভোট পায়, যা মোট ভোটারসংখ্যার ১.৩৫ শতাংশ।

তথ‍্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.