ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথোরিটি
ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথোরিটি (ইয়ানা) আইকানের অন্তর্গত একটি বিভাগ। এটি আমেরিকার একটি অলাভজনক ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান। বৈশ্বিক আইপি ঠিকানা বণ্টন, অটোনোমাস সিস্টেম নম্বর বণ্টন, ডোমেইন নেইম সিস্টেম (ডিএনএস)-এর রুট জোন পরিচালনা, বিভিন্ন ধরনের মিডিয়া, এবং ইন্টারনেট প্রটোকলের সাথে জড়িত চিহ্নসমূহ এবং ইন্টারনেট নম্বরসমূহ।[1][2]
প্রতিষ্ঠাকাল | ১৯৮৮ |
---|---|
প্রতিষ্ঠাতা | মার্কিন যুক্তরাষ্ট্র সরকার |
আলোকপাত | ডিএনএস রুট জোন পরিচালনা |
অবস্থান |
|
মালিক | ICANN |
মূল ব্যক্তিত্ব | কিম ডেভিস |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
- "About IANA - Introduction to IANA"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১১।
- B. Carpenter, F. Baker, M. Roberts (June 2000). [rfc:2860 MoU Between IETF and ICANN concerning IANA]. IETF. doi:10.17487/RFC2860. RFC 2860. rfc:2860.টেমপ্লেট:Cite ietf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.