ইনিয়াকি পেনিয়া
ইগ্নাসিও "ইনিয়াকি" পেনিয়া সোতোরেস (জন্ম: ২ মার্চ ১৯৯৯) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি বার্সেলোনার হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইগ্নাসিও পেনিয়া সোতোরেস | ||
জন্ম | ২ মার্চ ১৯৯৯ | ||
জন্ম স্থান | আলিকান্তে, স্পেন | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি)[1] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা | ||
জার্সি নম্বর | ২৬ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০০৯ | আলিকান্তে | ||
২০০৯–২০১২ | ভিয়ারিয়াল | ||
২০১২–২০১৮ | বার্সেলোনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৮– | বার্সেলোনা আতলেতিক | ৫৯ | (০) |
২০২২– | বার্সেলোনা | ০ | (০) |
২০২২ | → গালাতাসারায় (ধারে) | ৬ | (০) |
জাতীয় দল | |||
২০১৪–২০১৫ | স্পেন অনূর্ধ্ব-১৬ | ৩ | (০) |
২০১৫–২০১৬ | স্পেন অনূর্ধ্ব-১৭ | ১৮ | (০) |
২০১৭ | স্পেন অনূর্ধ্ব-১৮ | ২ | (০) |
২০১৭–২০১৮ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ৬ | (০) |
২০২০ | স্পেন অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ মার্চ ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
পেনিয়ার ফুটবলার জীবনের হাতেখড়ি হয় স্থানীয় ক্লাব আলিকান্তে-এ। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে ভিয়ারিয়াল ও বার্সেলোনার যুব প্রকল্পে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি বার্সেলোনা আতলেতিক এর মাধ্যমে পেশাদার ফুটবলার জীবন শুরু করেন। ২০১৮ সাল থেকেই তিনি বার্সেলোনার মূল দলের স্কোয়াডে বিভিন্ন সময়ে ডাক পেয়েছেন। ২০২১-২২ মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি তুরস্কের ক্লাব গালাতাসারায়-এ ধারে খেলেন। ২০২২-২৩ মৌসুমে তিনি দ্বিতীয় গোলরক্ষক হিসেবে বার্সেলোনা দলে যুক্ত হন।
পেনিয়া স্পেনের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন।
পরিসংখ্যান
ক্লাব
- ৪ জুলাই ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপীয় | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
বার্সেলোনা আতলেতিক | ২০১৮–১৯ | ২০ | ০ | — | — | — | ২০ | ০ | |||
২০১৯–২০ | ১৮ | ০ | — | — | ৩ | ০ | ২১ | ০ | |||
২০২০–২১ | ১২ | ০ | — | — | ১ | ০ | ১৩ | ০ | |||
২০২১–২২ | ৯ | ০ | — | — | — | ৯ | ০ | ||||
মোট | ৫৯ | ০ | — | — | ৪ | ০ | ৬৩ | ০ | |||
গালাতাসারায় (ধারে) | ২০২১–২২ | ৬ | ০ | ০ | ০ | ২ | ০ | — | ৮ | ০ | |
বার্সেলোনা | ২০২২–২৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
সর্বমোট | ৬৫ | ০ | ০ | ০ | ২ | ০ | ৪ | ০ | ৭১ | ০ |
সম্মাননা
তথ্যসূত্র
- "Iñaki Peña"। FC Barcelona। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১।
- সকারওয়েতে ইনিয়াকি পেনিয়া (ইংরেজি)
- Lowe, Sid (১৭ এপ্রিল ২০২১)। "Messi stars as Barcelona thrash Athletic Bilbao to lift Copa del Rey"। The Guardian। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২১।
- "Chelsea 0–3 Barcelona"। UEFA.com। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "España pierde la final ante Portugal en la tanda de penaltis (1–1 /5–4)" [Spain lose final against Portugal on penalty shootout (1–1 /5–4)] (স্পেনীয় ভাষায়)। Eurosport। ২১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.