ইদ্রিস এলবা
ইদ্রিস আকুনা এলবা ওবিই (/ˈɪdrɪs
ইদ্রিস এলবা | |
---|---|
জন্ম | ইদ্রিস আকুনা এলবা ৬ সেপ্টেম্বর ১৯৭২ |
অন্যান্য নাম | ডিজে বিগ ড্রিস বিগ ড্রিস দ্য লন্ডনিয়ার বিগ ড্রিস সেভেন ডাব[1] |
পেশা | অভিনেতা, প্রযোজক, পরিচালক, সঙ্গীতজ্ঞ, ডিজে |
কর্মজীবন | ১৯৯৪ – বর্তমান |
উচ্চতা | ১.৮৯ মি. (৬ ফুট ২.৫ ইঞ্চি) |
সন্তান | ২ |
এলবাকে রিডলি স্কটের আমেরিকান গ্যাংস্টার (২০০৭) এবং প্রমিথিউস (২০১২) চলচ্চিত্রে দেখা যায়। তিনি সুপারহিরো চলচ্চিত্র থর (২০১১) ও এর অনুবর্তী পর্ব থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড (২০১৩), থর: র্যাগনারক (২০১৭) এবং এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫) ও এর অনুবর্তী পর্ব অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮)-এ হাইমডাল চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি প্যাসিফিক রিম (২০১৩); বিস্টস অব নো নেশন (২০১৫), যেটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন;[7] এবং মলিস গেম (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৬ সালে তিনি জুটোপিয়া চলচ্চিত্রে চিপ বোগো, দ্য জাঙ্গল বুক চলচ্চিত্রে শের খান, ফাইন্ডিং ডোরি চলচ্চিত্রে ফ্লাক এবং স্টার ট্রেক বিয়ন্ড-এ ক্রাল চরিত্রের জন্য কণ্ঠ দেন।। ভিক্টর হেডলির ইয়ার্ডি ১৯৯২ সালের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ইয়ার্ডির মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে।[8]
তথ্যসূত্র
- Yuan, Jada (৮ জুন ২০১২)। "Idris Elba on Prometheus, Learning to Box, and His Party House"। vulture.com। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৩।
- "Idris Elba Interview: The Hustler". Esquire. Retrieved 18 April 2016
- "The Wire Cast and Crew: Idris Elba, Russell 'Stringer' Bell"। HBO.com। ২০ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০০৯।
- "৭১তম গোল্ডেন গ্লোব মনোনয়ন যুদ্ধ"। দৈনিক প্রথম আলো। ১১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।
- Lowry, Brian (১০ জুলাই ২০১৪)। "Emmy Nominations 2014 — Full List: 66th Primetime Emmys Nominees"। Variety। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৫।
- "Wire actor Elba joins BBC drama"। BBC News। ৪ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০০৯।
- "অস্কার ২০১৬: কে কে বাদ পড়ছেন?"। বিবিসি নিউজ। ২০ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।
- Cabin, Chris (৫ জুলাই ২০১৬)। "Idris Elba Set to Make Directorial Debut With Yardie"। Collider। ৭ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬।