ইদ্রিস এলবা

ইদ্রিস আকুনা এলবা ওবিই (/ˈɪdrɪs ˈɛlbə/; জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৭২) একজন ব্রিটিশ অভিনেতা, প্রযোজক, পরিচালক, সঙ্গীতজ্ঞ এবং ডিজে,[2] যিনি এইচবিও ধারাবাহিক দ্য অয়্যারে মাদক পাচারকারী স্ট্রিঙ্গার বেল,[3] বিবিসি ধারাবাহিক লুথার-এ জন লুথার এবং জীবনীনির্ভর চলচ্চিত্র ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম (২০১৩)-এ নেলসন ম্যান্ডেলা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি সেরা মিনি ধারাবাহিক বা টেলিচলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য চারবার মনোনয়ন লাভ করেন[4] এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন এছাড়াও তিনি প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েছেন।[5][6]

ইদ্রিস এলবা

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এলবা
জন্ম
ইদ্রিস আকুনা এলবা

(1972-09-06) ৬ সেপ্টেম্বর ১৯৭২
অন্যান্য নামডিজে বিগ ড্রিস
বিগ ড্রিস দ্য লন্ডনিয়ার
বিগ ড্রিস
সেভেন ডাব[1]
পেশাঅভিনেতা, প্রযোজক, পরিচালক, সঙ্গীতজ্ঞ, ডিজে
কর্মজীবন১৯৯৪ – বর্তমান
উচ্চতা১.৮৯ মি. (৬ ফুট ২.৫ ইঞ্চি)
সন্তান

এলবাকে রিডলি স্কটের আমেরিকান গ্যাংস্টার (২০০৭) এবং প্রমিথিউস (২০১২) চলচ্চিত্রে দেখা যায়। তিনি সুপারহিরো চলচ্চিত্র থর (২০১১) ও এর অনুবর্তী পর্ব থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড (২০১৩), থর: র‍্যাগনারক (২০১৭) এবং এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫) ও এর অনুবর্তী পর্ব অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮)-এ হাইমডাল চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি প্যাসিফিক রিম (২০১৩); বিস্টস অব নো নেশন (২০১৫), যেটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন;[7] এবং মলিস গেম (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৬ সালে তিনি জুটোপিয়া চলচ্চিত্রে চিপ বোগো, দ্য জাঙ্গল বুক চলচ্চিত্রে শের খান, ফাইন্ডিং ডোরি চলচ্চিত্রে ফ্লাক এবং স্টার ট্রেক বিয়ন্ড-এ ক্রাল চরিত্রের জন্য কণ্ঠ দেন।। ভিক্টর হেডলির ইয়ার্ডি ১৯৯২ সালের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ইয়ার্ডির মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে।[8]

তথ্যসূত্র

  1. Yuan, Jada (৮ জুন ২০১২)। "Idris Elba on Prometheus, Learning to Box, and His Party House"vulture.com। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৩
  2. "Idris Elba Interview: The Hustler". Esquire. Retrieved 18 April 2016
  3. "The Wire Cast and Crew: Idris Elba, Russell 'Stringer' Bell"। HBO.com। ২০ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০০৯
  4. "৭১তম গোল্ডেন গ্লোব মনোনয়ন যুদ্ধ"দৈনিক প্রথম আলো। ১১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮
  5. Lowry, Brian (১০ জুলাই ২০১৪)। "Emmy Nominations 2014 — Full List: 66th Primetime Emmys Nominees"Variety। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৫
  6. "Wire actor Elba joins BBC drama"। BBC News। ৪ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০০৯
  7. "অস্কার ২০১৬: কে কে বাদ পড়ছেন?"বিবিসি নিউজ। ২০ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮
  8. Cabin, Chris (৫ জুলাই ২০১৬)। "Idris Elba Set to Make Directorial Debut With Yardie"Collider। ৭ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.