ইতিহাস (অসমীয়া চলচ্চিত্র)
ইতিহাস (ইংরেজি: The Exploration) হল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ড° ভবেন্দ্র নাথ শইকীয়ার পরিচালিত অন্তিম অসমীয়া চলচ্চিত্র।[1]
ইতিহাস (The Exploration) | |
---|---|
পরিচালক | ডঃ ভবেন্দ্র নাথ শইকীয়া |
প্রযোজক | লীনা বরা |
চিত্রনাট্যকার | ড° ভবেন্দ্র নাথ শইকীয়া |
কাহিনিকার | ড° ভবেন্দ্র নাথ শইকীয়া |
উৎস | পরিচালকের নিজের ছোটগল্প "বর্ণনা" (১৯৭৫) |
শ্রেষ্ঠাংশে | নিকুমণি বরুয়া মৃদুলা বরুয়া তপন দাস বিজু ফুকন |
সুরকার | ইন্দেশ্বর শর্মা |
চিত্রগ্রাহক | কমল নায়ক |
সম্পাদক | নিকুঞ্জ ভট্টাচার্য |
প্রযোজনা কোম্পানি | রূপকমল প্রডাকসন |
মুক্তি | ৫ জানুয়ারী, ১৯৯৬ |
দেশ | IND |
ভাষা | অসমীয়া |
অভিনয়ে
- নিকুমণি বরুয়া
- মৃদুলা বরুয়া
- তপন দাস
- বিজু ফুকন
তথ্যসূত্র
- "Itihaas (Exploration) 1995, Colour"। Rupaliparda.com। সেপ্টেম্বর ২৯, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২১, ২০১১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.